Lok Sabha Election 2024: প্রার্থীকে সামনে পেয়েই বিক্ষোভ! কাজ হল ম্যাজিকের মত, ২৪ ঘণ্টার মধ্যেই জলসঙ্কটের সমাধান
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Lok Sabha Election 2024: পায়ে হেঁটে মিছিল করে প্রচার করছিলেন তৃণমূল প্রার্থী। কিন্তু সেখানকার হালদার পাড়ায় প্রার্থী হাজির হতেই তাল কাটে। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা
দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূল প্রার্থীকে সামনে পেয়ে জলের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর। তার জেরেই ২৪ ঘণ্টার মধ্যে জলসঙ্কটের সমাধান হল জয়নগরে। ফলে খুশি এলাকার সাধারণ মানুষ।
তৃণমূলের পক্ষ থেকে জয়নগরে এবারেও প্রার্থী করা হয়েছে বিদায়ী সাংসদ প্রতিমা মণ্ডলকে। তিনি ভোট প্রচারে বেরিয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে জয়নগর বিধানসভার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় হাজির হন। পায়ে হেঁটে মিছিলকরে প্রচার করছিলেন তৃণমূল প্রার্থী। কিন্তু সেখানকার হালদার পাড়ায় প্রার্থী হাজির হতেই তাল কাটে। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সঙ্কট চলছে। বারবার বলেও সমস্যার সুরাহা হচ্ছে না। এই ঘটনার কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়নগরের এই এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সঙ্কট চলছে। বারবার পঞ্চায়েতকে জানিয়েও পরিস্থিতির উন্নতি হয়নি। সেই কারণেই ধৈর্যের বাঁধ ভেঙেছে গ্রামবাসীদের। বিদায়ী সাংসদ এবং তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে বিক্ষোভ দেখান তাঁরা। এই তীব্র গরমে প্রচন্ড কষ্টে আছেন এখানকার মানুষজন। আর তাতেই তৃণমূল প্রার্থী তথা বিদায় সাংসদকে সামনে পেয়ে তাঁরা ক্ষোভে ফেটে পড়েন।
advertisement
এদিকে বিক্ষোভের মুখে পড়লেও ধৈর্য ধরে গ্রামবাসীদের দাবি-দাওয়া শোনেন তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল। পরে তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন। জানান, ২৪ ঘণ্টার স্থানীয় বিধায়ক জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে কথা বলে পানীয় জলের ব্যবস্থা করবেন। সেই কথা অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যেই পানীয় জলের গাড়ি এসে গ্রামে পৌঁছয়। এরপর সেখান থেকে গ্রামের বাসিন্দারা জল সংগ্রহ করেন। ফলে কিছুটা হলেও জলকষ্ট দূর হয়েছে।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2024 6:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: প্রার্থীকে সামনে পেয়েই বিক্ষোভ! কাজ হল ম্যাজিকের মত, ২৪ ঘণ্টার মধ্যেই জলসঙ্কটের সমাধান