Lok Sabha Election 2024: হারানো জমি ফিরে পেতে জয়নগরে জোরদার প্রচার এসইউসিআই-এর
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Lok Sabha Election 2024: জয়নগর লোকসভা কেন্দ্রে এসইউসিআই এবার প্রার্থী করেছে নিরঞ্জন নস্কর'কে। সীমিত ক্ষমতা নিয়েই তাঁরা প্রচার চালিয়ে যাচ্ছেন। এই প্রবল গরমের মধ্যেই বাজারে ঘুরে ঘুরে প্রচার করলেন তিনি
দক্ষিণ ২৪ পরগনার: ২০০৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের সমর্থনে জয়নগর কেন্দ্র থেকে জিতেছিল এসইউসিআই। তারপর থেকে ভোট রাজনীতির ময়দানে এই ছোট কমিউনিস্ট দলটির তেমন কোনও সাফল্য নেই। কিন্তু অষ্টাদশ লোকসভার প্রচারে তাঁরা কোনওমতেই পিছিয়ে থাকতে রাজি নন। ফলে জোর কদমে চলছে তুলনায় ‘কট্টরপন্থী’ এই কমিউনিস্ট পার্টির প্রচার।
জয়নগর লোকসভা কেন্দ্রে এসইউসিআই এবার প্রার্থী করেছে নিরঞ্জন নস্কর’কে। সীমিত ক্ষমতা নিয়েই তাঁরা প্রচার চালিয়ে যাচ্ছেন। এই প্রবল গরমের মধ্যেই বাজারে ঘুরে ঘুরে প্রচার করলেন তিনি। এক সময় এই জয়নগর লোকসভা কেন্দ্রে এসইউসিআই-এর ভাল রাজনৈতিক প্রভাব ছিল। জয়নগর বিধানসভা কেন্দ্রটি দীর্ঘদিন তারা নিজেদের দখলে রাখে বাম আমলে সিপিএমের সঙ্গে এসইউসিআই-এর কড়া টক্কর চলত এইসব অঞ্চলে। কিন্তু সেই রাম’ও নেই, আর অযোধ্যাও নেই।
advertisement
advertisement
জয়নগর লোকসভা কেন্দ্রের গড়েরহাটে মূলত সপ্তাহে দুই দিন হাট বসে। প্রচুর লোকসমাগম হয় এই হাটে। তাই গোড়েরহাটকে প্রচারের এলাকা হিসেবে বেছে নেন নিরঞ্জন নস্কর। এদিন সকাল সকাল তিনি দলীয় কর্মীদের নিয়ে হাটের মধ্যে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি শরীর ঠিক রাখার জন্য বাজারে আসা সকলকেই এই গরমে ওআরএসের জল খাবার পরামর্শ দেন। জানান, দুই শাসক দল তৃণমূল ও বিজেপির কাজে মানুষ অখুশি। তাই এবার আবার পুরানো জায়গা ফিরে পাওয়ার আশা করছেন তিনি।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2024 9:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: হারানো জমি ফিরে পেতে জয়নগরে জোরদার প্রচার এসইউসিআই-এর