Lok Sabha Election 2024: এই বুথের ভোটারদের আঙুলে দু'বার করে লাগল ভোটের কালি! কেন জানেন?

Last Updated:

Lok Sabha Election 2024: ভোটের কালির বিশেষত্বই হল তা সহজে ওঠে না। তাই গত দুদিন আগে হাতের আঙুলে লাগানো কালি গাঢ় হতে না হতেই আবারও এদিন ফের হাতের আরেক আঙুলে পড়ল ভোটের নীল কালি

+
আঙুলে

আঙুলে লাগানো দুবার ভোটের কালি

উত্তর ২৪ পরগনা: গণতান্ত্রিক মতে একজন ভোটার একবারই ভোট দেওয়ার অধিকারী। ফলে ভোটদান করতে গিয়ে আঙুলে একবারমাত্র বিশেষ কালি লাগানো হয়। কিন্তু বাংলার এই বুথের ভোটারদের আঙুলে মাত্র দু’দিনের ব্যবধানে দুবার লাগানো হল ভোটের কালি! কারণ নির্বাচনে অনিয়মের অভিযোগে দেগঙ্গার এই বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই নির্দেশ মেনে সোমবার সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।
ভোটের কালির বিশেষত্বই হল তা সহজে ওঠে না। তাই গত দুদিন আগে হাতের আঙুলে লাগানো কালি গাঢ় হতে না হতেই আবারও এদিন ফের হাতের আরেক আঙুলে পড়ল ভোটের নীল কালি। সপ্তম দফার নির্বাচনে বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেগঙ্গা বিধানসভার কদম্বগাছি সরদারপাড়া এফপি স্কুলের ৬১ নম্বর বুথে এদিন পুনর্নির্বাচন হচ্ছে। শনিবার সপ্তম দফার ভোটগ্রহণের দিন এই বুথে অবাধে ছাপ্পার অভিযোগ ওঠে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেই অভিযোগে গ্রেফতার করা হয় বুথে তৃণমূলের পোলিং এজেন্টকে। এরপর নির্বাচন কমিশনের তরফে ভোটগ্রহণ কেন্দ্রে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ছাপ্পা ভোটের প্রমাণ মেলে। তারপরই কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় পুনরায় এই বুথে ভোট নেওয়া হবে।
advertisement
advertisement
সেইমত এদিন সকাল থেকেই পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে বারাসত লোকসভার এই বুথে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি এখানে মোতায়েন আছে প্রচুর সংখ্যায় জেলা পুলিশ। তাই সকাল থেকে চলছে ভোটগ্রহণ। পুনর্নির্বাচনে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ল এখানে। ভোটারদের অনেকেই জানান, আগের দিন ভোট দিতে এসে বাধার মুখে পড়েছিলেন। তবে এদিন আর কোন‌ওরকম সমস্যা হচ্ছে না। এই বুথে মোট ভোটার ৭১৫ জন।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: এই বুথের ভোটারদের আঙুলে দু'বার করে লাগল ভোটের কালি! কেন জানেন?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement