Lok sabha Election 2024: ঝাড়গ্রামে আবার পদ্ম ফুটবে? মোদিতেই ভরসা খুঁজছে বিজেপি

Last Updated:

Lok sabha Election 2024: দুপুর ১ টা থেকে সভা হওয়ার কথা নরেন্দ্র মোদির। লক্ষাধিক মানুষের ভিড় হবে বলে দাবি করেছে জেলা বিজেপি নেতৃত্ব। প্রস্তুতি চলছে জোরকদমে

+
প্রতীকী

প্রতীকী ছবি

ঝাড়গ্রাম: একসময়ের মাওবাদী অধ্যুষিত ঝাড়গ্রামে কিছুটা অভাবিতভাবেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ফুটেছিল পদ্মফুল। যদিও লোকসভার বিচারে ভোটের ব্যবধান অতি সামান্য ছিল। কিন্তু ২১-এর বিধানসভা নির্বাচনে সেই ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত সবকটি বিধানসভাতেই জয়ী হয়েছে তৃণমূল। এমনকি গতবারের জয়ী সাংসদ ইতিমধ্যে দলও ছেড়েছেন। সব মিলিয়ে ঝাড়গ্রামে এবার শুরু থেকেই কিছুটা যেন ব্যাকফুটে বিজেপি। তবে জঙ্গলমহলের প্রাণকেন্দ্র বলে পরিচিত এই আসনটি তারা কিছুতেই হাতছাড়া করতে রাজি নয়। তাই আগামী ২০ মে এই কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনের সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিজেপির দাবি গতবারের জয়ী প্রার্থী তথা সাংসদ কুনার হেমব্রম দল ছাড়লেও তার প্রভাব ভোট বাক্সে পড়বে না। এদিকে ঝাড়গ্রাম দখল করতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে চিকিৎসক প্রণত টুডু’কে। অন্যদিকে তৃণমূলের হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন কালিপদ সোরেন খেরওয়াল। অপরদিকে এই কেন্দ্রে সিপিএম প্রার্থী করেছে জঙ্গলমহলের ‘প্যাড‌উম্যান’ নামে খ্যাত মোনামণি মুর্মু (টুডু) কে।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে ঝাড়গ্রাম রক্ষা করতে বিজেপি এখন স্বয়ং মোদির ভরসায়। ১৯ মে রবিবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে নরেন্দ্র মোদি সভা করবেন খড়গপুরে। ঠিক তার পরের দিন প্রণত টুডুর সমর্থনে তিনি আসবেন ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম স্টেডিয়ামে সভা করার কথা রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন প্রশাসনিক কার্যকলাপ, সুরক্ষা ব্যবস্থা, মঞ্চ তৈরি এবং হেলিকপ্টার ট্রায়াল চলছে জঙ্গলমহলে।
advertisement
দুপুর ১ টা থেকে সভা হওয়ার কথা নরেন্দ্র মোদির। লক্ষাধিক মানুষের ভিড় হবে বলে দাবি করেছে জেলা বিজেপি নেতৃত্ব। প্রস্তুতি চলছে জোরকদমে। শনিবার ঝাড়গ্রামে নবনির্মিত ডিএম অফিস চত্ত্বর মাঠে চপার ল্যান্ড করে। গোটা জায়গাটা পর্যবেক্ষন করে বিশেষ নিরাপত্তা বাহিনী। চলছে মঞ্চ তৈরির কাজও। এসপিজি আধিকারিক, পিএমও দফতরের আধিকারিকেরা বারংবার সভাস্থল পরিদর্শন করেন। শুধু তাই নয়, বিজেপি প্রার্থী সহ জেলা ও রাজ্য নেতৃত্বরা সভাস্থল ঘুরে দেখেন।
advertisement
উল্লেখ্য, ২০১৯ সালে এই আসন বিজেপি জয় লাভ করলেও তারপর বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় বিজেপির। লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা সাতটি বিধানসভাতেই বিপুল ব্যবধানে জয়লাভ করে তৃনমূল। তারপর পঞ্চায়েতেও তেমন ভাল ফল করতে পারেনি বিরোধী দল বিজেপি। নরেন্দ্র মোদির সভাকে সামনে রেখে সংগঠনকে ফের চাঙ্গা করতে চাইছে গেরুয়া শিবির।
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok sabha Election 2024: ঝাড়গ্রামে আবার পদ্ম ফুটবে? মোদিতেই ভরসা খুঁজছে বিজেপি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement