Lok Sabha Election 2024: বাঁকুড়া, পুরুলিয়ায় ভোটের বড়সড় প্রভাব পশ্চিম বর্ধমানে! সীমান্তে যা হচ্ছে...

Last Updated:

Lok Sabha Election 2024: ঝাড়খণ্ড সীমান্তের এই কড়াকড়ির প্রভাব পড়েছে পশ্চিম বর্ধমান জেলাতেও। আগের দফায় এই জেলার কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ হয়ে গেলেও সীমান্ত থাকার কারণে এখানকার পুলিশও নজরদারি রাখতে সক্রিয় হয়ে উঠেছে

সীমান্তে পুলিশের নজরদারি।
সীমান্তে পুলিশের নজরদারি।
পশ্চিম বর্ধমান: রাত পোহালেই ষষ্ঠ দফার নির্বাচন। এবার রাজ্যের জঙ্গলমহলের কেন্দ্রগুলিতেই মূলত ভোট গ্রহণ হবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ হবে শনিবার। এখানে বিস্তীর্ণ সীমান্ত আছে পড়শি রাজ্য ঝাড়খণ্ডের সঙ্গে। নির্বাচনে গোলযোগ ঠেকাতে কড়া নজরদারি শুরু হয়েছে ঝাড়খণ্ড সীমান্তে। চলছে নাকা চেকিং।
ঝাড়খণ্ড সীমান্তের এই কড়াকড়ির প্রভাব পড়েছে পশ্চিম বর্ধমান জেলাতেও। আগের দফায় এই জেলার কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ হয়ে গেলেও সীমান্ত থাকার কারণে এখানকার পুলিশও নজরদারি রাখতে সক্রিয় হয়ে উঠেছে। ফলে কড়া নিরাপত্তা পশ্চিম বর্ধমান জেলার সীমান্ত এলাকাতে।
advertisement
advertisement
বাংলা এবং ঝাড়খণ্ড সংলগ্ন কুলটির ডিসেরগড় এলাকায় ষষ্ঠ দফা নির্বাচনের আগের দিন দেখা গেল কড়া নিরাপত্তা। সীমান্তে বসানো হয়েছে নাকা চেকিং। ভিন রাজ্য থেকে যাওয়া-আসা করা প্রত্যেকটি গাড়ি, বাইক চালকদের কাছ থেকে পুলিশ কর্মীদের তথ্য সংগ্রহ করতে দেখা দিয়েছে। খতিয়ে দেখা হয়েছে চার চাকা গাড়ি, বাইকগুলিও।
নির্বাচনের আগে যাতে কোনওভাবে অশান্তি রাজ্যে না হয় বা কোনও দুষ্কৃতী রাজ্যে প্রবেশ করে অসাধু কাজকর্ম চালাতে না পারে তার জন্য নাকা চেকিং করা হচ্ছে। উল্লেখ্য, ষষ্ঠ দফায় বাঁকুড়া, পুরুলিয়ার মতো জায়গাগুলিতে রয়েছে নির্বাচন। এই জেলা দুটির সংলগ্ন জেলা পশ্চিম বর্ধমান। ফলে পশ্চিম বর্ধমানের সঙ্গে ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় প্রশাসনের নজরদারি দেখা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: বাঁকুড়া, পুরুলিয়ায় ভোটের বড়সড় প্রভাব পশ্চিম বর্ধমানে! সীমান্তে যা হচ্ছে...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement