Lok Sabha Election 2024: ভোটের করাতে আসা কেন্দ্রীয় বাহিনীর এই শিবির যেন মিনি ভারতবর্ষ

Last Updated:

ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বর্তমান ঠিকানা দামোদর নদ-লাগোয়া রঘুনাথপুর থানার চেলিয়ামা কমিউনিটি হল

+
ঐক্যতার

ঐক্যতার বার্তা জাওয়ানদের

পুরুলিয়া: নিজেদের জীবন বাজি রেখে সারাটা বছরই দেশের পরিষেবায় নিয়োজিত থাকেন জওয়ানরা। গ্রীষ্ম-শীত, ঝড়-বৃষ্টি সমস্ত কিছুর সঙ্গে মোকাবিলা করেন তাঁরা। তুমি কর্তব্যে কোন‌ও ফাঁকি নেই। সামনেই লোকসভা নির্বাচন। সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনা করতে ইতিমধ্যেই রাজ্যে হাজির হয়েছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। সর্বত্রই চলছে রুট মার্চ। পুরুলিয়াতেও এসেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আর সেখানেই দেখা গেল এক অপূর্ব জাতীয় সংহতি।
পুরুলিয়ায় ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বর্তমান ঠিকানা দামোদর নদ-লাগোয়া রঘুনাথপুর থানার চেলিয়ামা কমিউনিটি হল। বর্তমানে এই হল জওয়ানদের দ্বিতীয় ঘর হয়ে উঠেছে। এখানে এক হেঁসেলের এক উনুনে হচ্ছে সাত ভাষাভাষি জাওয়ানদের রান্না। সকলে মিলেমিশে এই ঘরের সমস্ত দায়-দায়িত্ব পালন করছেন। এই ক্যাম্পে যেন ফুটে উঠেছে বৈচিত্রের মধ্যে ঐক্য। ‌পুলিশ থেকে আধা সামরিক বাহিনী এমনিতেই শৃঙ্খলাপরায়ণ। ‌ তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এই শিবির দেখলে মনে হতে পারে তা যেন মিনি ভারতবর্ষ।।
advertisement
advertisement
এই বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর কমান্ডিং অফিসার এ কে টোপ্পা বলেন, এই ব্যাটেলিয়ানের সমস্ত জাওয়ানরা একসঙ্গেই থাকছে‌ন। তাঁরা একসঙ্গে খাওয়া-দাওয়া করছেন, সমস্ত কাজও একসঙ্গেই করছেন। তাদের মধ্যে একতা যথেষ্ট রয়েছে। একটি কোম্পানিতে মোট ১৩৫ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকেন। কিন্তু এই বাহিনীতে রয়েছে মোট ৭৫ জন।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
প্রশাসনের পক্ষ থেকে জওয়ানদের জন্যই এই শিবির দেওয়া হয়েছে। এখানে রয়েছে স্থায়ী রান্নাঘর, ডাইনিং, ১০ টি শৌচালয়। জলের জন্য রয়েছে ট্যাঙ্কের ব্যবস্থা, রয়েছে দুটি জেনারেটর। এক হেঁশেলের এক উনুনে ভোর চারটে থেকে চলে রান্নাবান্না। তাঁরা বিভিন্ন ভাষাভাষী হলেও একত্রিত হয়ে একযোগে নিজেদের কর্তব্য পালন করে চলেছেন।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোটের করাতে আসা কেন্দ্রীয় বাহিনীর এই শিবির যেন মিনি ভারতবর্ষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement