Lok Sabha Election 2024: পাঁচ বছরে কতটা বদলাল কৃষকদের জীবন? ভোট নিয়ে কী বললেন অন্নদাতারা
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Lok Sabha Election 2024: বীরভূমের মাটিতে ধান, গম, সর্ষে ব্যাপক পরিমাণে চাষ হয়। গত পাঁচ বছরে তাঁরা কী পেলেন, অবস্থার কতটা উন্নতি হল সেই খোঁজ নিলাম আমরা
বীরভূম: রাত পোহালেই শুরু হয়ে যাবে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রক্রিয়া। ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রীরা যথারীতি হাজার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু সেইসব প্রতিশ্রুতি আদৌ রক্ষিত হবে তো? অতীতের অভিজ্ঞতাই বা কী বলছে?
বীরভূমের মাটিতে ধান, গম, সর্ষে ব্যাপক পরিমাণে চাষ হয়। গত পাঁচ বছরে তাঁরা কী পেলেন, অবস্থার কতটা উন্নতি হল সেই খোঁজ নিলাম আমরা। তাঁদের কারোর কন্ঠে ভেসে এল একরাশ অভিমান, আবার কেউ কেউ সামান্য পাওয়াতেই অনেকটাই খুশি। সবমিলিয়ে কৃষকদের অভিজ্ঞতা এবং প্রাপ্তির ছবিটা সরলরেখায় আঁকা বেশ কঠিন।
advertisement
advertisement
আরও পড়ুন: বিএসএনএল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড! রইল ভিডিও
বীরভূমে দুটি লোকসভা– বীরভূম ও বোলপুর। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর। তৃণমূল প্রার্থী করেছে এই কেন্দ্রেরই বিদায়ী সাংসদ শতাব্দী রায়কে। কংগ্রেসের প্রার্থী প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ। অপরদিকে বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ প্রিয়া সাহা। এখানেও তৃণমূল প্রার্থী করেছে বিদায়ী সাংসদ অসিত কুমার মালককে। অপরদিকে এই কেন্দ্রে সিপিএমের প্রার্থী নানুরের প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান।
advertisement
কৃষকরা কেমন আছে তা জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম বোলপুর বিধানসভার অন্তর্ভুক্ত মল্লারপুর থানার নামুকান্ডা গ্রামে। সেখানে কৃষকদের সঙ্গে কথা বলে একটা সাধারণ দাবি জানা গেল। কমবেশি সকলেই চাইছেন, ক্ষমতায় যেই আসুন সারের দাম যেন কমে।
কিছু কৃষক আবার দাবি জানিয়েছেন, উন্নত জলসেচ ব্যবস্থা গড়ে তোলা হোক। এর জন্য কৃষকদের যে পরিমাণ বিদ্যুতের বিল দিতে হয় তাতেও ছাড় দেওয়ার দাবি তোলা হয়েছে। তবে এখানে কৃষকদের সঙ্গে কথা বলে তাদের রাজনৈতিক অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া কিছুটা মুশকিল হলো। কারণ কেউই যেন মন খুলে সমর্থনের কথা বলতে চান না। কিন্তু তাঁদের চাহিদা এবং দাবির বিষয় অনুধাবন করতে মোটেও একটা সমস্যা হয়নি।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 18, 2024 7:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: পাঁচ বছরে কতটা বদলাল কৃষকদের জীবন? ভোট নিয়ে কী বললেন অন্নদাতারা








