Lok Sabha Election 2024: ১০৬ ছুঁই চপলা ভুঁইয়া পায়ে হেঁটে বুথে এলেন!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Lok Sabha Election 2024: চন্দ্রকোনার কাশিকুলি প্রাথমিক বিদ্যালয়ে ছেলের হাত ধরে এদিন ভোট দিতে আসেন শতবর্ষ পেরোনো বৃদ্ধা চপলা ভুঁইয়া। ভাল করে চোখে দেখতে পান না, কথা বলতেও বেশ অসুবিধা হয়। তবে দেশ গঠনে ভূমিকা রাখায় দৃঢ়প্রতিজ্ঞ
হুগলি: গনতান্ত্রিক অধিকারের সর্বোচ্চ নিদর্শনের সাক্ষী থাকল আরামবাগ লোকসভা কেন্দ্রের চন্দ্রকোনা-২ ব্লক। ভোট দিলেন ১০৬ বছরের বৃদ্ধা চপলা ভুঁইয়া। হাত ধরে তাঁকে ভোটকেন্দ্রে নিয়ে আসেন ৭৬ বছর বয়স্ক ছেলে। অবাক এই ছবিই যেন বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দুর্দান্ত এক উদাহরণ।
চন্দ্রকোনার কাশিকুলি প্রাথমিক বিদ্যালয়ে ছেলের হাত ধরে এদিন ভোট দিতে আসেন শতবর্ষ পেরোনো বৃদ্ধা চপলা ভুঁইয়া। ভাল করে চোখে দেখতে পান না, কথা বলতেও বেশ অসুবিধা হয়। তবে দেশ গঠনে নিজের ভূমিকা রাখায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ। আগে একা একাই ভোট দিতে আসতেন। তবে গত তিন বছর যাবৎ শরীরটা বেশি খারাপ হওয়ায়, ছেলের উপরে ভরসা করতে হচ্ছে।
advertisement
advertisement
১০৬ বছর বয়সে মায়ের ভোট দেওয়া প্রসঙ্গে চপলা দেবীর পুত্র জানান, শুধু মাত্র ভোটই নয়, দুর্গাপুজোর অষ্টমীর দিন এক একাই বাড়ির পাশের দুর্গা মন্দিরে পুজো দেখতে হাজির হয়ে যান তাঁর মা। এদিকে এদিন ব্যাপক উৎসাহের সঙ্গে ভোটগ্রহণ চলেছে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে। সকাল থেকেই ভোটারদের লম্বাল লাইন নজরে আসে। তবে বেলা বাড়লে রোদের তীব্রতার কারণে লাইন অনেকটা হালকা হয়ে গিয়েছিল। বিকেলের দিকে আবার মানুষ বুথে ভিড় করেন।
advertisement
তবে নজর কাড়া ব্যাপার হল এবার বয়ষ্ক ভোটদাতারাদের মধ্যে ভোট দান ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। ১১০ বছর বয়স এমন ভোটার কেউ বুথে এসে ভোট দিতে দেখা গিয়েছে!
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2024 5:41 PM IST