Lok Sabha 2024: লক্ষ‍্য দিল্লি! লোকসভার আগে জঙ্গলমহলের বিধানসভা ভিত্তিক ভোটের কৌশল তৃণমূলের 

Last Updated:

লোকসভা ভোটে নজরে জঙ্গলমহল। পাঁচ জেলার একাধিক আসনে জোর লড়াই তৃণমূল কংগ্রেসের ও বিজেপির৷ বিশেষ করে গত আট বছরে যে সব আসনে একাধিকবার ফল বদল হয়েছে তা ঘিরে রাজনৈতিক মহলের আগ্রহ তুঙ্গে।

 জঙ্গলমহলের বিধানসভা ভিত্তিক ভোটের কৌশল তৃণমূলের 
জঙ্গলমহলের বিধানসভা ভিত্তিক ভোটের কৌশল তৃণমূলের 
ঝাড়গ্রাম:  লোকসভা ভোটে নজরে জঙ্গলমহল। পাঁচ জেলার একাধিক আসনে জোর লড়াই তৃণমূল কংগ্রেসের ও বিজেপির৷ বিশেষ করে গত আট বছরে যে সব আসনে একাধিকবার ফল বদল হয়েছে তা ঘিরে রাজনৈতিক মহলের আগ্রহ তুঙ্গে।
আরও পড়ুনঃ আগুন পলাশের হাতছানি, শীত বিদায়ের মুখেও পর্যটকে উপচে পড়ছে পুরুলিয়া
২০১৬ সালে ওই আসনগুলির অধিকাংশই ছিল শাসকদলের দখলে। যদিও ২০১৯-এর লোকসভা নির্বাচনে দু’টি আসন বাদে বাকিগুলিতে এগিয়ে ছিল বিজেপি। বিধানসভা ভোটে এই ১২টি আসনের সবক’টিতেই জয় আসবে বলে ধরে নিয়েছিলেন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু ফল বেরতেই দেখা গেল, জঙ্গলমহল চুরমার করেছে বিজেপি-র স্বপ্ন। ১২টি কেন্দ্রের মধ্যে মাত্র ২টিতে জিততে পেরেছে মোদী-শাহের নেতৃত্বাধীন বিজেপি।
advertisement
জঙ্গলমহলের এই আসনগুলিতে রয়েছে আদিবাসী ভোটের প্রাধান্য। সেই ভোটের বড় একটি অংশ লোকসভা নির্বাচনে গিয়েছিল বিজেপি-র পক্ষে। জঙ্গলমহলে তৃণমূলের সংগঠন গড়তে শুভেন্দু অধিকারীরও ভূমিকা ছিল। সেই শুভেন্দু বিজেপি-তে যোগ দেওয়ার পর জঙ্গলমহল দখলে আত্মবিশ্বাস বেড়েছিল বিজেপি-র। কিন্তু ২ মে বুমেরাং হয়ে ফিরেছে বিজেপি-র সেই ‘স্বপ্ন’।
advertisement
ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বিনপুর বিধানসভা কেন্দ্র। পশ্চিম মেদিনীপুরের শালবনি। পুরুলিয়ার বান্দোয়ান, বাঘমুণ্ডি, জয়পুর এবং বলরামপুর। বাঁকুড়ার তালডাংরা, রাইপুর, রানিবাঁধ। এই ১২টি আসন নিয়েই জঙ্গলমহল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বাঘমুণ্ডি আসনে জিতেছিল কংগ্রেস। বাকি সব ক’টি আসনেই ফুটছিল জোড়াফুল। কিন্তু ২০১৯ সালের লোকসভায় বদলে যায় চিত্র। শালবনি এব‌ং বিনপুর বাদে বাকি আসনগুলিতে ভোটের হিসাবে এগিয়ে ছিল বিজেপি। এই ফলই জঙ্গলমহল নিয়ে বাড়িয়েছিল বিজেপি-র আশা।
advertisement
দু’বছরের মধ্যেই বিজেপি-র হাত থেকে বেরিয়ে গেল জঙ্গলমহল। পুরুলিয়ার জয়পুর এবং বাঁকুড়ার রাইপুরে আসন ধরে রাখতে সমর্থ হয়েছে কেন্দ্রের শাসকদল। বাকি সব আসনই গিয়েছে তৃণমূলের দখলে। ২০১৯ সালে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই চার আসনেই হেরে যায় তৃণমূল কংগ্রেস৷ যদিও ২০২১ সালে এর মধ্যে দুই আসনে অনেকটাই এগিয়ে রাজ্যের শাসক দল। তবে, লড়াইয়ে পিছিয়ে নেই কেন্দ্রের শাসকদল।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha 2024: লক্ষ‍্য দিল্লি! লোকসভার আগে জঙ্গলমহলের বিধানসভা ভিত্তিক ভোটের কৌশল তৃণমূলের 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement