Purulia Tourism: আগুন পলাশের হাতছানি, শীত বিদায়ের মুখেও পর্যটকে উপচে পড়ছে পুরুলিয়া

Last Updated:

এখনও পুরোপুরি আসেনি বসন্তের মরশুম। এই বসন্তকালে পুরুলিয়া এক অনন্য রূপে সেজে ওঠে। ‌ পলাশের আগুন লাগে প্রকৃতিতে

+
পর্যটকদের

পর্যটকদের ভিড় অযোধ্যায়

পুরুলিয়া: ভ্রমণ পিপাসুরা কমবেশি সারা বছরই বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে পছন্দ করেন। এই মানুষগুলোর জন্যই ক্রমশ পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠছে পুরুলিয়া জেলা। এখানকার আনাচে-কানাচে লুকিয়ে আছে নানান প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়, ঝর্ণায় ঘেরা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে পাওয়া যায় এখানে। বিভিন্ন ঋতুতে পুরুলিয়ার রূপ বিভিন্ন রকম। ফলে সারা বছরই এই জেলায় পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। ছয় ঋতুতে ছয়রকম রূপ পরিবর্তন হয় জেলার গর্ব সুন্দরী অযোধ্যার। আর তাই শীত প্রায় বিদায়ের মুখে দাঁড়িয়ে থাকলেও এখনও পর্যটকদের ভিড় লেগে আছে পুরুলিয়ায়।
এখনও পুরোপুরি আসেনি বসন্তের মরশুম। এই বসন্তকালে পুরুলিয়া এক অনন্য রূপে সেজে ওঠে। ‌ পলাশের আগুন লাগে প্রকৃতিতে। তাই বসন্ত উৎসবে অনেকেরই গন্তব্য শান্তিনিকেতনের বদলে হয়ে উঠেছে লাল মাটির জেলা পুরুলিয়া। কিন্তু পুরুলিয়ায় এখন পর্যটকদের ভিড় দেখলে সেটা মনে হওয়া দুষ্কর।
advertisement
advertisement
এই বিষয়ে পুরুলিয়ায় বেড়াতে আসা পর্যটকেরা বলেন, পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোরম যে কোনও সময় পুরুলিয়ার প্ল্যান করা যেতে পারে। শীত এখনও পুরোপুরি বিদায় নেয়নি। শীত বিদায়ের মুখে তাই হালকা ঠাণ্ডার আমেজ গায়ে মেখেই পুরুলিয়া বেড়াতে আসছে সবাই। চলছে রোদ বৃষ্টির খেলা। তারই মাঝে আছে হালকা শীতের আমেজ।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
কিন্তু এই শীত বিদায়ের শেষ লগ্নেও বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা ছুটে আসছেন অযোধ্যা পাহাড়ে। আর তা হবে নাই বা কেন এই জেলার এমন অপরূপ রূপ যা দেখে বারে , বারে মুগ্ধ হন পর্যটকেরা। তাই হাতে এক দু-দিন ছুটি পেলেই কাছে-পিঠে বেড়াতে যাওয়ার ঠিকানা এখন হয়ে উঠেছে লাল মাটির জেলা পুরুলিয়া।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia Tourism: আগুন পলাশের হাতছানি, শীত বিদায়ের মুখেও পর্যটকে উপচে পড়ছে পুরুলিয়া
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement