Locket Chatterjee Rachana Banerjee: ২০০৪-এর সিনেমা, ২০২৪ এর লোকসভা ভোটে ভাইরাল! কী ঘটল হুগলিতে?
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Locket Chatterjee Rachana Banerjee: হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, অন্যদিকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়।
হুগলি: লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছেসমস্ত রাজনৈতিক দল। ভোটের জন্য যখন সবাই ঘর গোছাতে ব্যস্ত, সেই সময় হুগলিতে ভোটের বাজারে ভাইরাল পুরাতন এক সিনেমা। তার কারণ চুঁচুড়া হুগলি লোকসভা কেন্দ্রে এবার লড়াই দুই অভিনেত্রীর। হুগলিতে লড়াই এখন চ্যাটার্জী বনাম ব্যানার্জীর। হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, অন্যদিকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়।
সেই লড়াইয়ের আঁচ এখন হুগলি ছেড়ে টলিপাড়ার নেট দুনিয়াতে। ভোটের প্রার্থী ঘোষণা হওয়ার পরেই দুই অভিনেত্রীর লড়াই তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি সিনেমার কিছু ক্লিপিংস। স্বপন সাহার নির্দেশনায় ২০০৪ সালের সিনেমা ২০২৪-এ লোকসভা নির্বাচনের ময়দানে চর্চিত বিষয় হয়ে দাঁড়াবে, তা হয়তো নিজেও জানতেন না নির্দেশক মহাশয়।
advertisement
advertisement
সিনেমার নাম ত্যাগ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, লকেট চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায় অভিনীত এই সিনেমা লকেট-রচনার মধ্যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভোটের ময়দানে লকেট ও রচনা দুই জনের কেউই জায়গা এক ইঞ্চি জায়গা ছাড়ছেন না।
আরও পড়ুন: বলুন তো, ভারতের সবচেয়ে বড় রেল স্টেশন কোনটি? নামটা শুনেই গর্ব হবে, কিন্তু উত্তরটা জানেন কি?
advertisement
ইতিমধ্যেই দুই দলের তরফ থেকে শুরু হয়ে গেছে দুই প্রতিদ্বন্দ্বীর নামে দেওয়াল লিখন। সিনেমায় দুই অভিনেত্রীর মধ্যে ত্যাগের মনোভাব থাকলেও নির্বাচনের ময়দানে কেউ মাটি ত্যাগ করবেন না, সেই নিয়ে বদ্ধপরিকর দুই রাজনৈতিক দল।
—- রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 11, 2024 6:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Locket Chatterjee Rachana Banerjee: ২০০৪-এর সিনেমা, ২০২৪ এর লোকসভা ভোটে ভাইরাল! কী ঘটল হুগলিতে?