Arjun Singh: 'কাল আঘাত পেয়েছি', তাহলে কি বিজেপিতে যাচ্ছেন অর্জুন সিং? স্পষ্ট করে দিলেন সব
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Arjun Singh: সোমবার অর্জুন সিং দাবি করেছেন, বিজেপির সঙ্গে তাঁর এখনও কোনও কথা হয়নি। তবে, তিনি বিজেপিতে যাবেন না, এমন কথাও জোর দিয়ে বলেননি।
ব্যারাকপুর: বিজেপির টিকিটে সাংসদ পদে জয়ী হয়েও ফের তৃণমূলে ফেরত এসেছিলেন৷ ব্যারাকপুরে তিনিই ফের রাজ্যের শাসক দলের প্রার্থী হবেন বলেই ধরে নিয়েছিল রাজনৈতিক মহল৷ তবু প্রার্থী হওয়ার আশা নিয়েই রবিবার ব্রিগেড ময়দানে পা রেখেছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ কিন্তু অর্জুন এবং তাঁর অনুগামীদের অবাক করেই ব্যারাকপুর থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে মন্ত্রী এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তারপর থেকেই জল্পনা শুরু হয়, ফের কি তাহলে বিজেপিতে ফিরছেন অর্জুন সিং?
যদিও সোমবার অর্জুন সিং দাবি করেছেন, বিজেপির সঙ্গে তাঁর এখনও কোনও কথা হয়নি। তবে, তিনি বিজেপিতে যাবেন না, এমন কথাও জোর দিয়ে বলেননি। এদিন অর্জুন বলেন, ”আমার দুর্ভাগ্য আমি টিকিট পেলাম না। টিকিট না পাওয়ার জন্য কাউকে দোষ দেব না। ফিরহাদ হাকিমের সঙ্গে কথা হয়েছে। পার্থ ভৌমিকের সঙ্গেও আমার কথা হয়েছে। কাল আঘাত পেয়েছিলাম। আজ এতটু ধাতস্থ হয়েছি। সব দিক ভেবে সিদ্ধান্ত নেব। বিজেপির সঙ্গে আমার কোনও কথা হয়নি। এখনও কোনও সিদ্ধান্ত নিইনি।” অর্জুন জানিয়েছেন, লোকসভা ভোটে তিনি রাজনীতিকের ভূমিকা পালন করবেন।
advertisement
advertisement
যদিও অর্জুনের ‘সব দিক ভেবে সিদ্ধান্ত নেব’ মন্তব্য নিয়ে জল্পনা ছড়াচ্ছে। লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়েই ফের অর্জুন সিং রাজনৈতিক শিবির বদলে তৎপর হয়েছেন বলে জল্পনা ছড়ায় রবিবারই৷ বিস্ফোরক অভিযোগ তুলে অর্জুন অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ ঘনিষ্ঠ মহলে অর্জুন দাবি করেছেন, তাঁকে প্রার্থী করার আশ্বাস দেওয়া হয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে৷ শুক্রবার পর্যন্ত তাঁর নামই ব্যারাকপুরের প্রার্থী হিসেবে পাকা হয়েছিল বলেও দাবি করছেন অর্জুন ঘনিষ্ঠরা৷ শেষ পর্যন্ত রবিবার সকালে হোয়াটসঅ্যাপে অর্জুনকে জানানো হয় তাঁকে প্রার্থী করা হচ্ছে না৷
advertisement
আরও পড়ুন: বলুন তো, ভারতের সবচেয়ে বড় রেল স্টেশন কোনটি? নামটা শুনেই গর্ব হবে, কিন্তু উত্তরটা জানেন কি?
রাখঢাক না করেই অর্জুন সিং বিস্ফোরক অভিযোগ করে রবিবার অর্জুন বলেছিলেন, ‘দল আমাকে এটা বলেই এনেছিল যে আপনাকে ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে৷ যদি একথা না বলত, তাহলে তো আমি দলে আসতাম না৷ এটা তো বিশ্বাসভঙ্গের মতো বিষয় হয়ে গেল৷ দেড় বছর ধরে আমি দলের জন্য খাটলাম৷ আজকে কর্মীদের সঙ্গে কথা বলে যা সিদ্ধান্ত নেওয়ার নেবো৷’ তাঁকে প্রার্থী করার আশ্বাস দেওয়া হয়েছিল, সেকথা রবিবারও স্বীকারও করে নিয়েছেন অর্জুন সিং৷ যদিও মুখে তিনি দাবি করেছেন, টিকিট না পেয়ে তাঁর মনে কোনও ক্ষোভ নেই৷ অর্জুন বলেন, ‘আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছিল৷ আমি তো প্রার্থী হওয়ার বিষয়ে আশাবাদী ছিলাম৷ কারণ আমাকে সেরকমই বলা হয়েছিল৷ প্রার্থী হচ্ছি ভেবেই ব্রিগেডে গিয়েছিলাম৷ যাই হোক, দিদিমণি আমার গুরুজন৷ উনি যা ভাল মনে করেছেন, সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নেবো৷”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2024 2:03 PM IST