অবাধ ভোট হলে জয় নিশ্চিত : লকেট চট্টোপাধ্যায়
Last Updated:
#হুগলি: কড়া নিরাপত্তার মধ্যে শুরু হল সপ্তদশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট। দেশের সাত রাজ্যের ৫১টি আসনে এ দিন ভোটগ্রহণ হবে। এরমধ্যে রয়েছে বাংলার সাতটি আসন। এ রাজ্যে যে সাতটি কেন্দ্রে সোমবার ভোটগ্রহণ হচ্ছে, সেগুলি হল- উলুবেড়িয়া, হাওড়া, শ্রীরামপুর, আরামবাগ, ব্যারাকপুর এবং বনগাঁ।
এদিন ভোট শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন বুথ থেকে হিংসার অভিযোগ আসতে শুরু করেছে ৷ নজর রয়েছে হুগলি কেন্দ্রের দিকে ৷ হুগলি কেন্দ্রের বিভিন্ন বুথে বিজেপি এজেন্টদের বসতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘একাধিক জায়গায় বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ অবাধ ভোট হলে জয় নিশ্চিত ৷ ’’ যে বুথ থেকেই গণ্ডগোলের খবর আসছে, সেখানেই ছুটে যাওয়ার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 06, 2019 8:30 AM IST