Peacock Egg: দলবেঁধে ময়ূরের ডিম পাহারায় স্থানীয়রা, সঙ্গে বনকর্মীরা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Peacock Egg: অনেকসময় পাতা কুড়োনোর সময় না বুঝতে পেরে অনিচ্ছাকৃতভাবেই ডিমগুলো বেখেয়ালে হাত লেগে নষ্ট হয়ে যায়৷ তাই এবার যাতে সেগুলি নষ্ট না হয় সেকারণে আদুরিয়ায় অনেকেই পাহারা দিচ্ছেন ডিম
পূর্ব বর্ধমান: আউশগ্রামের আদুরিয়া জঙ্গলে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায় ময়ূর-ময়ূরীর দল। আগের তুলনায় আদুরিয়া জঙ্গলে ময়ূরের সংখ্যা বেড়েছে। কয়েক বছর ধরেই আদুরিয়া বিটের অধীনে বেশ কিছু গ্রামের কাছেও জঙ্গলে ময়ূরের দল ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। এবার এখানে ময়ূরীরা অনেক ডিম পেড়েছে। ময়ূরের ডিম সাধারণত দেখতে অনেকটা রাজহাঁসের ডিমের মত। প্রায় তিন ইঞ্চি লম্বা ও দুই ইঞ্চি চওড়া হয়৷
পূর্ব বর্ধমানের আউশগ্রামের বেশ কিছু গ্রামের মানুষ জঙ্গলে পাতা কুড়োতে যান। অনেকসময় পাতা কুড়োর সময় না বুঝতে পেরে অনিচ্ছাকৃতভাবেই ডিমগুলো বেখেয়ালে হাত লেগে নষ্ট হয়ে যায়৷ তাই এবার যাতে সেগুলি নষ্ট না হয় সেকারণে আদুরিয়ায় অনেকেই পাহারা দিচ্ছেন ডিম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলের যে অংশে ডিমগুলি রয়েছে সেখানে কাউকেই যেতে দেওয়া হচ্ছে না৷
advertisement
advertisement
বন দফতর সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে কাঁকসার জঙ্গলে দেউলে পরীক্ষামূলকভাবে কয়েকটি ময়ূর ছাড়া হয়েছিল বন দফতরের পক্ষ থেকে। পরবর্তিতে উপযুক্ত পরিবেশ পেয়ে সেই ময়ূরগুলোই বংশবিস্তার করে আশপাশের জঙ্গলে ছড়িয়ে পড়েছে। জঙ্গলের স্থানীয় বাসিন্দারা প্রায় ১৫০ থেকে ২০০ টির কাছাকাছি ময়ূরকে দেখতে পেয়েছেন বলেও জানিয়েছেন।
advertisement
এই পরিস্থিতিতে ময়ূরের বংশবৃদ্ধির যাতে কোনওরকম অসুবিধা না হয় তারজন্য ডিমগুলি গ্রামবাসীদের কড়া নজরদারিতে রয়েছে৷ সূত্রের খবর, বর্তমানে ওই জঙ্গলে কাউকেই সেভাবে ঘোরাঘুরি করতে দেওয়া হচ্ছে না৷ সকলেই কড়া নজরদারি চালাচ্ছেন।
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2024 7:16 PM IST