South 24 Parganas News: ভরা বর্ষায় কংক্রিটের নদীবাঁধেও ভরসা পাচ্ছেন না সুন্দরবনের উপকূলীয় এলাকার মানুষ

Last Updated:

সুন্দরবনে নদীবাঁধ ভাঙলেই দাবি ওঠে কংক্রিটের বাঁধ করার। কিন্তু যেখানে কংক্রিটের বাঁধ হয়েছে সেখানেও স্বস্তিতে নেই মানুষ।

+
কংক্রিটের

কংক্রিটের নদীবাঁধ 

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের উপকূলীয় এলাকায় স্থানীয়দের মুখে মুখে সবসময় যে বিষয়টি নিয়ে আলোচনা হয় তা হল নদীবাঁধ। এই নদীবাঁধ কংক্রিটের করা হবে, না অন্য উপায়ে বাঁধা হবে তা নিয়ে বিস্তর আলোচনাও হয়।তবে এখনও পর্যন্ত ভাঙন রোধে সব থেকে বেশি কার্যকরী উপায় হল কংক্রিটের নদীবাঁধ। যে সমস্ত জায়গায় মাটির নদীবাঁধ রয়েছে সেখানকার মানুষ দাবি তোলে এই কংক্রিটের নদীবাঁধ নির্মাণের জন্য। কিন্তু যেখানে একবার কংক্রিটের নদীবাঁধ হয়ে গিয়েছে সেখানকার মানুষরাই বা কি বলে।
খোঁজ নিয়ে জানা গিয়েছে তারাও খুব একটা খুশি নয় এই কংক্রিটের বাঁধ নিয়ে।ঠিক কি কারণ, স্থানীয়রা জানিয়েছেন কংক্রিটের নদীবাঁধে বেশ কয়েকবছর নিশ্চিন্তে থাকা যায় তা ঠিক। কিন্তু সমস্যা থেকেই যায়।কখনও কখনও বাঁধের নীচ থেকে নদীভাঙন হয়। আবার নোনা জলের ঝাপটায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্যার সমাধানের জন্য অন্য উপায় ভাবতে হবে সকলের বলে মত স্থানীয়দের। যদিও প্রশাসনের পক্ষ থেকে বাঁধ কংক্রিটের করার পরও সেই বাঁধ শক্তিশালী করা নিয়ে যথেষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাঁধের ঢালে সোনাঝুরি, ঝাউয়ের জঙ্গল তৈরি করে বাঁধ শক্তিশালী করা হচ্ছে। প্রকৃতির কাছে যতটুকু লড়াই করে বাঁচা যায় তার সবরকম চেষ্টাই করছে প্রশাসন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ভরা বর্ষায় কংক্রিটের নদীবাঁধেও ভরসা পাচ্ছেন না সুন্দরবনের উপকূলীয় এলাকার মানুষ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement