Trains cancelled in Burdwan: টানা ৫ দিন একাধিক ট্রেন বাতিল, হাওড়া-ব্যান্ডেল থেকে বর্ধমানের যাত্রীদের দুর্ভোগ
- Published by:Teesta Barman
- Written by:Saradindu Ghosh
Last Updated:
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান স্টেশন লাগোয়া পুরনো ওভারব্রিজ ভাঙার জন্য ৫ ফেব্রুয়ারি রবিবার থেকে ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ট্রেনের নিয়ন্ত্রণ-সহ ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে।
বর্ধমান: রেলযাত্রীদের ভোগান্তি আরও বাড়ল। বর্ধমান স্টেশনের কাছে রোড ওভার ব্রিজ ভেঙে ফেলার জন্য ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধমান স্টেশন থেকে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণের কথা আগেই ঘোষণা করেছিল রেল। ফের বিজ্ঞপ্তি জারি করে রেল সেই সময়সীমা ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিল। এর ফলে যাত্রীদের রেল পথে যাতায়াতের ক্ষেত্রে হয়রানি আরও কিছুদিন বাড়ল বলেই মনে করছেন সকলে।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান স্টেশন লাগোয়া পুরনো ওভারব্রিজ ভাঙার জন্য ৫ ফেব্রুয়ারি রবিবার থেকে ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ট্রেনের নিয়ন্ত্রণ-সহ ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। যার ফলস্বরূপ ৫ ফেব্রুয়ারি রবিবার সমস্ত ইএমইউ লোকাল হাওড়া ও বর্ধমান এবং ব্যান্ডেল ও বর্ধমানের মধ্যে, সমস্ত এমইএমইউ বর্ধমান ও আসানসোল এবং বর্ধমান ও রামপুরহাটের মধ্যে এবং সমস্ত লোকাল প্যাসেঞ্জার ট্রেন বর্ধমান ও আসানসোল এবং বর্ধমান ও রামপুরহাটের মধ্যে বাতিল থাকবে৷
advertisement
advertisement
৬ ফেব্রুয়ারি সোমবার হাওড়া-বর্ধমান ইএমইউ লোকালের ৬ জোড়া কর্ড লাইনে এবং ৫ জোড়া হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল মেইন লাইনে বাতিল থাকবে৷ ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার এবং ৮ ফেব্রুয়ারি বুধবার ১০ জোড়া হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল কর্ড লাইনে, ১০ জোড়া হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল মেইন লাইনে এবং একটি ব্যান্ডেল-বর্ধমান লোকাল বাতিল থাকবে৷
advertisement
৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সমস্ত ইএমইউ লোকাল হাওড়া-বর্ধমান এবং ব্যান্ডেল-বর্ধমানের মধ্যে রাত বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত বাতিল থাকবে৷
এগুলি ছাড়াও ৪৯টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল বা তাদের যাত্রাপথ পরিবর্তন করা হচ্ছে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। রেলের বক্তব্যের ফলে যাত্রীদের অসুবিধার মধ্যে পড়তে হবে ঠিকই কিন্তু এই কাজ জরুরি হয়ে পড়েছিল। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে যাত্রীরা সহযোগিতায করবেন বলে আশা করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2023 12:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Trains cancelled in Burdwan: টানা ৫ দিন একাধিক ট্রেন বাতিল, হাওড়া-ব্যান্ডেল থেকে বর্ধমানের যাত্রীদের দুর্ভোগ