বেহাল রাস্তা, পোস্টারে ভোট বয়কটের ডাক দিলেন বাসিন্দারা

Last Updated:

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

#বর্ধমান: রাস্তা বেহাল দীর্ঘদিন ধরেই। বার বার প্রশাসনের সব স্তরে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। এবার উপায়ন্তর না দেখতে পেয়ে ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার দিলেন গ্রামবাসীরা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পূর্বস্থলী ১ নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত গোলারহাট ভাগার বাজার থেকে নিমতলা মোড় পর্যন্ত এক কিলোমিটারের মতো রাস্তা বেহাল। বার বার পঞ্চায়েত, প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি। সেই কারণেই গ্রামবাসীদের তরফ থেকে ভোট বয়কটের ডাক দিয়ে এলাকায় পোস্টার দেওয়া হল।
advertisement
advertisement
এই পোস্টারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকাল থেকেই গোলারহাটের বিভিন্ন জায়গায় এমনই পোস্টার দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল। স্থানীয় পঞ্চায়েত, বিডিও অফিস সহ বিভিন্ন জায়গায় দরবার করেও কোনও ফল হয়নি। স্থানীয় দুটি ক্লাব কিছুদিন আগে রাবিশ ফেলে রাস্তা চলার উপযুক্ত করে। কিন্তু আবার খানা খন্দ দেখা দিচ্ছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অবিলম্বে উপযুক্ত ভাবে রাস্তা সারাই না হলে গ্রামবাসীরা কেউ পঞ্চায়েত ভোট দেবে না।
advertisement
এইপোস্টার পড়েছে গোলারহাট জুড়ে। পুরো বিষয়টিকে সমর্থন জানিয়েছেন গ্রামবাসীরা- পোস্টারে তেমনটাই দাবি করা হয়েছে। তবে কে বা কারা পোস্টার লাগিয়েছে সেই বিষয়টি এখনও স্পষ্ট হয়নি। যদিও পোস্টারের তলায় সৌজন্যে গ্রামবাসীবৃন্দ কথাটি উল্লেখ রয়েছে।
এ বিষয়ে পূর্বস্থলী এক নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক বলেন, ভোট বয়কটের পোস্টার গ্রামবাসীরা লাগায়নি। এর পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে। রাস্তাটি অ্যাকশন প্ল্যানে ধরা রয়েছে। এটি একটি পদ্ধতি গত বিষয়। খুব শিগগিরই ওই রাস্তা সংস্কার হবে।এ প্রসঙ্গে বিজেপি কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় জানান, ভোট বয়কট কোনও সমস্যার সমাধান নয়। আমরা আবেদন জানাব পঞ্চায়েতে ভোট দিয়ে বিজেপিকে নিয়ে আসুন। সমস্ত রাস্তার উন্নয়ন ঘটবে। তৃণমূল আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বেহাল রাস্তা, পোস্টারে ভোট বয়কটের ডাক দিলেন বাসিন্দারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement