পাম তেলের আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের! কেমন প্রভাব পড়তে চলেছে আমজনতার জীবনে?

Last Updated:

কেন্দ্র দ্বারা জারি করা বিজ্ঞপ্তিতে দেখা গিয়েছে যে, এই তেলের দাম টন প্রতি ৮৫৮ ডলার থেকে বাড়িয়ে ৯৫২ ডলার করা হয়েছে।

#কলকাতা: কৃষকদের সুবিধার কথা ভেবে সম্প্রতি একটি বড়সড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে, বিদেশ থেকে আমদানি করা পাম তেলের উপর শুল্ক বাড়ানো হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত কয়েক দিন ধরেই এই প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল বিভিন্ন রাজনৈতিক মহলে। অবশেষে দেশের কৃষকদের কথা বিবেচনা করেই পাম তেলের আমদানি শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত। তবে এই শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত কিন্তু সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সরকার পাম তেলের উপর ধার্য করা আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে ১১ শতাংশ বাড়িয়ে দিয়েছে। কেন্দ্র দ্বারা জারি করা বিজ্ঞপ্তিতে দেখা গিয়েছে যে, এই তেলের দাম টন প্রতি ৮৫৮ ডলার থেকে বাড়িয়ে ৯৫২ ডলার করা হয়েছে। অন্য দিকে আবার, আরবিডি পাম তেলের শুল্ক টন প্রতি ৯০৫ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৯৫২ ডলার করা হয়েছে। অন্যান্য পাম তেলের দাম এর আগে ছিল টন প্রতি ৮২২ ডলার, যা বাড়িয়ে ৯৬৭ ডলার করা হয়েছে।
advertisement
advertisement
সাধারণত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, রাশিয়া এবং ইউক্রেনের মতো দেশ থেকেই পাম তেল আমদানি করে থাকে ভারত। পাম তেল একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যার ব্যবহার প্রায় সব কিছুতেই হয়ে থাকে। যেমন - খাবারদাবার তৈরি কিংবা রান্নাবান্না থেকে শুরু করে সাবান এবং শ্যাম্পু তৈরির ক্ষেত্রেও এই তেল ব্যবহার করা হয়ে থাকে। এই পাম তেলের নির্দিষ্ট কোনও গন্ধ না-থাকার ফলে এটি বহুবিধ কাজে ব্যবহৃত হয়।
advertisement
আর পাম তেলের দাম বৃদ্ধি পাওয়ায় লাভবান হবেন দেশের কৃষকরা। অনুমান করা হচ্ছে যে, দেশে উৎপাদিত তেলের দাম বাড়তে পারে। ভারতেও এই তেলের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তবে এই শুল্ক বৃদ্ধির প্রভাব পড়বে আমজনতার জীবনে। কারণ শ্যাম্পু, সাবান, টুথপেস্ট, ভিটামিন ট্যাবলেট এবং মেক-আপের সরঞ্জাম-সহ একাধিক পণ্য তৈরি করতে সাধারণত পাম তেলই ব্যবহার করা হয়। চকোলেট শিল্পেও পাম তেলের ব্যাপক ব্যবহার রয়েছে। অন্য দিকে, পেট্রোল এবং ডিজেলে যে জৈব জ্বালানি ব্যবহৃত হয়, তা আসলে হল পাম তেলই। এমনকী রান্নার কাজেও প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এই পাম তেল।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পাম তেলের আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের! কেমন প্রভাব পড়তে চলেছে আমজনতার জীবনে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement