North 24 Pargana News: নিউটাউনে ‌যত্রতত্র গজিয়ে উঠেছে ঝোপঝাড়! অভিযোগ নজর নেই এন কে ডি এর

Last Updated:

North 24 Pargana News: নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার পরেও হুশ ফিরলো না এন কে ডিয়ে কর্তৃপক্ষের। চলতি বছর ফেব্রুয়ারি মাসে নিউ টাউন লোহা ব্রিজ এর পাশে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনা ঘটে সেই ঘটনার পর উত্তাল হয় এলাকা। তরপরও প্রশাসনের বিরুদ্ধে উঠছে উদাসীনতার অভিযোগ।

+
যত্রতত্র

যত্রতত্র গজিয়ে উঠেছে ঝোপঝাড়

নিউ টাউন:  নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার পরেও হুশ ফিরলো না এন কে ডিয়ে কর্তৃপক্ষের। চলতি বছর ফেব্রুয়ারি মাসে নিউ টাউন লোহা ব্রিজ এর পাশে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনা ঘটে সেই ঘটনার পর উত্তাল হয় এলাকা এবং গ্রেফতার হন অভিযুক্ত টোটো চালক। এন কে ডিয়ে এবং বিধান নগর পুলিশের তরফে শুরু হয় তোরজোর টোটো ও অটোচালকদের পরিচয় পত্র উদ্ধারের কাজ এবং বেশ কিছু জায়গায় বসান হয় সিসিটিভি।
ঘটনার পর পাঁচ মাস কেটে গিয়েছে হাল ফেরেনি ওই এলাকার বাগজোলা খাল থেকে কেষ্টপুর খাল অবধি যে পাশ খাল তার আশপাশের এলাকার। সেই পাশ খালে গজিয়ে উঠেছে আগাছার জঙ্গল, কোথাও কোথাও বিকল হয়ে রয়েছে বাতিস্তম্ভ। এন কে ডি এ কর্তৃপক্ষের গাফিলতি অভিযোগ করছে স্থানীয়রা। খুন ও ধর্ষণ এর ঘটনা যেই জায়গায় ঘটে সেখানে এখনও একই অবস্থা রয়েছে। যত্রতত্র ছড়িয়ে রয়েছে মদের গ্লাস ও মদের বোতল। রাত বাড়লেই বসে মদের আসর পুলিশের নজরদারি এড়িয়েই চলছে বহিরাগতদের আনাগোনা। ওই ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ এসে একদিন চারজনকে তাড়া করেছে। ওরা ছুটে পালিয়েছে। জঙ্গল পরিষ্কার হোক এবং বাড়ানো হোক নিরাপত্তা এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের।
advertisement
advertisement
এ বিষয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য ও নিউটাউন এর বাসিন্দা অনুপম ঘোষ জানান, ঝোপঝাড় বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব এন কে ডি এর । আগে এন কে ডি এ-কে জানালে কিছু কাজকর্ম হতো, সবটা না হলেও। এখানে যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধি সেই অর্থে নেই, এই কাজগুলো দেখার দায়িত্ব এমপি, এমএলএদের, নয় কাউন্সিলর বা পুরসভা থাকলে পুরসভার প্রতিনিধিদের। এখন যেহেতু নেই সেহেতু দেখার দায়িত্ব এন কে ডি- এর । বারবার ফোন করা সত্ত্বেও কোন কাজ হয় না। যার ফলে ভুগছন নিউটনবাসী ভুগছেন।
advertisement
Subha Dhali
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Pargana News: নিউটাউনে ‌যত্রতত্র গজিয়ে উঠেছে ঝোপঝাড়! অভিযোগ নজর নেই এন কে ডি এর
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement