Birbhum News: গ্রামের ছোট মেয়েরাই রাখে এই ব্রত...! জানেন কী নাম সেই ব্রতর?

Last Updated:

Birbhum News: কেউ পুরোহিত না থাকলেও, ব্রত পালনকারীদের যাতে ভুলচুক না হয়, দেখার দায়িত্বে থাকেন একজন ‘দেয়াসিনী’। তার নির্দেশ মেনেই সবাইকে চলতে হয়।

+
ব্রত

ব্রত পালন 

বীরভূম,সৌভিক রায়: অত্যাধুনিক যুগে প্রাসঙ্গিকতা হয়তো কমতে পারে, তবে আজও গুরুত্ব হারিয়ে যায়নি ভাঁজো বা ভাজুই উৎসব। এখনও পর্যন্ত গ্রামগঞ্জে ভাদ্র মাসে কান পাতলেই শোনা যায় ভাজুই গানের সুর। ভাজুই আসলে একটি ব্রত। কোথাও কোথাও ব্রতটি ভাঁজো নামেও পরিচিত। প্রচলিত কথা অনুযায়ী, শস্যবীজের মান পরীক্ষার জন্য এক সময়ে গ্রামবাংলায় এই ব্রতকথা পাঠ করা হত।
এখন সব জিনিসের পাশাপাশি কৃষিক্ষেত্রে বহু প্রযুক্তির বদল এসেছে। প্রযুক্তির বাড়বাড়ন্তে এখন আর শস্যবীজের মান পরীক্ষা খুব একটা কঠিন কাজ না। উন্নত প্রজাতির উচ্চফলনশীল বীজ এখন বাজারে ভর্তি। তবু ঐতিহ্য যে পুরনো বইয়ের মতন। পাতা হলদে হয়ে গেলেও বুকে আগলে রাখতে হয়। আজও পর্যন্ত বীরভূমের লাভপুর-সহ বিভিন্ন জায়গায় সেই ছবির দেখা মেলে।
advertisement
advertisement
উন্নত মানের শস্য কামনায় মূলত এই ব্রত করা হয় বলে, ভাজুইকে শশপাতার ব্রতও বলা হয়। শশ এর মানে শস্য আর পাতা এর মানে বিছানো। পাত্রে শস্য বিছিয়ে অঙ্কুরোদ্গম ঘটানোই এই ব্রতের আসল লক্ষ্য। ভাদ্র মাসের শুক্লা দ্বাদশী তিথিতে ইন্দধ্বজ উৎসব বা ইন্দপুজোর পরের দিন হয় ভাজু ব্রতের সূচনা হয়। মূলত বাচ্চা মেয়েরাই ওই ব্রত পালন করে থাকে বিভিন্ন গ্রামাঞ্চলে।
advertisement
আরও পড়ুন-সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু…! প্রয়াত বলিউড অভিনেত্রী কাজল আগরওয়াল? খবর ছড়াতেই মুখ খুললেন নায়িকা…
তবে কোথাও কোথাও গ্রামাঞ্চলে বিবাহিত মেয়েদের মধ্যেও ওই ব্রত পালনের চল রয়েছে। বড় মেয়েদের ব্রত হলে, বলে বড় ভাজুই, ছোটদের ব্রত হলে বলা হয়, ছোট ভাজুই। ভাজুই শস্যদেবী, তার কোনও মূর্তি হয় না। এক সময়ে গ্রামের মাঝে তালপাতা দিয়ে তৈরি অস্থায়ী কোনও চালাঘরে ভাজুই পাতা হতো। একটি পাড়া বা গ্রামের বাচ্চা মেয়েরা যৌথ ভাবে ওই ব্রত পালনের আয়োজন করত। উপকরণ হিসেবে বিভিন্ন ধরণের কলাই, সন, গম, যব, ধান রাখা হত। আর থাকত একটি পাত্র।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: গ্রামের ছোট মেয়েরাই রাখে এই ব্রত...! জানেন কী নাম সেই ব্রতর?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement