Lightning in Bengal: পোষ্যকে নিয়ে ফিরছিলেন বাড়ি, হঠাৎ বিকট আওয়াজ! মুহূর্তেই সব শেষ, পড়ে রইল দুই দেহ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Lightning in Bengal: সন্ধে সাড়ে ছটা নাগাদ ঝড় বৃষ্টির সময় বাড়ির পোষা ভেড়াকে ঘরে তুলতে বাড়ির কাছে পুকুরঘাটে গিয়েছিল, সেই সময় উন্নতির কাছেই বাজ পড়ে।
রণদেব মুখোপাধ্যায়, কাটোয়া: বজ্রপাতে মৃত্যু হল পোষ্য সহ এক মহিলার। কাটোয়া থানার কামাল গ্রামের মাঝিপাড়ার ঘটনা। আত্মীয়স্বজনেরা গুরুতর জখম উন্নতি মাঝি (৪৯)কে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানিয়ে দেন।
সন্ধে সাড়ে ছটা নাগাদ ঝড় বৃষ্টির সময় বাড়ির পোষা ভেড়াকে ঘরে তুলতে বাড়ির কাছে পুকুরঘাটে গিয়েছিল, সেই সময় উন্নতির কাছেই বাজ পড়ে। ঘটনাস্থলেই ভেড়া সহ উন্নতির মৃত্যু হয়।
advertisement
এদিকে, সোমবার রাতে কলকাতার স্ট্র্যান্ড রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক চা বিক্রেতার৷ ফুটপাতের উপরে বিদ্যুতের খোলা তারে সংস্পর্শে এসেই ওই চা বিক্রেতার মৃত্যু হয় বলে অভিযোগ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
advertisement
জানা গিয়েছে, মৃত ওই চা বিক্রেতার নাম সুভাষ অধিকারী (৩৭)৷ সোমবার বিকেলে ফুটপাথে রাখা একটি ঝাঁটা তুলে আনতে যান ওই যুবক৷ তখনই একটি বেসরকারি সংস্থার লাগানো আলোর তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2024 8:43 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lightning in Bengal: পোষ্যকে নিয়ে ফিরছিলেন বাড়ি, হঠাৎ বিকট আওয়াজ! মুহূর্তেই সব শেষ, পড়ে রইল দুই দেহ