Leopard Family: সংসার পাতল চিতাবাঘ, কোটশিলা বনাঞ্চলে একাধিক বাঘ, দেখলে চমকে যাবেন!

Last Updated:

Leopard Family: সংসার সাজিয়ে ফেলেছে চিতাবাঘ, একটা দুটো নয় পাঁচ পাঁচটি চিতা বিচরণ করছে পুরুলিয়ার এই বনাঞ্চলে! দেখুন

ফাইল ছবি
ফাইল ছবি
পুরুলিয়া : রীতিমতো ঘর-সংসার সাজিয়ে ফেলেছে চিতাবাঘ। পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলে চিতাবাঘের এখন ভরা সংসার। ‌ একটা দুটো নয় পাঁচ পাঁচটি চিতাবাঘ রয়েছে সেখানে এমনটাই বন দফতর সূত্রে খবর।
বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল হৃষ্টপুষ্ট দুই চিতাবাঘের ছবি। এই প্রথমবার পুরুলিয়ায় একসঙ্গে স্ত্রী ও পুরুষ জোড়া চিতাবাঘের ছবি ধরা পড়ল বন বিভাগের ট্র্যাপ ক্যামেরায়।
এ বিষয়ে পুরুলিয়া বনবিভাগের অধিকারিক অঞ্জন গুহ বলেন, ‘সাধারণ মানুষ বনাঞ্চল সংরক্ষণের বনবিভাগকে যথেষ্ট সহযোগিতা করেছে। আগে মাঝে মধ্যে একটা আধটা চিতাবাঘের দেখা পাওয়া গেলেও বর্তমানে চিতার পরিবারের দেখা মিলেছে। মোট পাঁচটি চিতাবাঘ রয়েছে ওই এলাকায়। বনবিভাগের ট্র্যাপ ক্যামেরায় যে দুটি পূর্ণবয়স্ক চিতাবাঘের ছবি ধরা পড়েছে তারা ভাই-বোন। একই মায়ের সন্তান তারা।
advertisement
advertisement
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় বদলাবে আবহাওয়া, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা বাংলার ৬ জেলায়! ওয়েদার আপডেট
কোটশিলা বনাঞ্চলেই প্রায় তিন বছর আগে তাদের জন্ম হয়েছিল। এখন তারাই বড় হয়ে গিয়েছে। সেই ছবি প্রকাশ্যে এসেছে বনবিভাগের ট্র্যাপ ক্যামেরায়। ‌এটা আমাদের কাছে খুবই ভাল লাগার। ‌
একটা সময় ছিল যখন এই চিতাবাঘগুলি প্রায়শই লোকালয়ে চলে আসত। অনেক সময় গবাদি পশুর উপর হামলা করত তারা। স্থানীয় মানুষজন সিমনি বীটে বসবাস করতে ভয় পেত। ভয়ে তারা নোয়াহাতু বীটের তাহেরবেড়া গ্রামেও আশ্রয় নিত। বনবিভাগ এর পক্ষ থেকে বসানো হয় একাধিক ট্যাপ ক্যামেরা।
advertisement
আরও পড়ুন: বাড়ির ফ্রিজে ছেলের মৃ*তদে*হ রেখেছেন মালদহের বাবা-মা! অদ্ভুত এই ঘটনার কারণ কী? শুনেই গা রি-রি করে উঠবে!
‌কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চিতাবাঘের আনাগোনা কমতে থাকে। গ্রামবাসীরাও তাদের প্রতি সংবেদনশীল হন। বনাঞ্চল সমৃদ্ধ হতে থাকে। আর তাতেই ধীরে ধীরে চিতার সংসার গড়ে ওঠে কোটশিলা বনাঞ্চলে। বন্যপ্রাণ ও মানুষের সহাবস্থান গড়ে ওঠে ওই এলাকায়। ‌ আর আজ ওই এলাকায় গড়ে উঠেছে চিতাবাঘের পরিবার।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Leopard Family: সংসার পাতল চিতাবাঘ, কোটশিলা বনাঞ্চলে একাধিক বাঘ, দেখলে চমকে যাবেন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement