Lemon Price Hike: পাতিলেবুর চড়া দামে ছ্যাঁকা, এঁদের মতো আপনিও বেছে নিন কাঁচা আম

Last Updated:

দামের সঙ্গে পেরে না ওঠায় অনেকেই পাতিলেবুর পরিবর্তে ব্যবহার করছেন কাঁচা আম।

Lemon price hike
Lemon price hike
#উত্তর ২৪ পরগনা: গ্যাসের দাম হাজার টাকা ছুঁইছুঁই । পেট্রোল ডিজেল তো কবেই সেঞ্চুরি পার করেছে। কম নেই সবজির দামেও৷ সর্বোপরি গরমে অপরিহার্য পাতিলেবু বা গন্ধরাজ লেবুর দাম মধ্যবিত্তের নাগালের বাইরে৷ যে লেবু দিন কয়েক আগেও ১০ টাকায় চার টে পাওয়া যেত । সেই পাতিলেবু এখন হয়ে উঠেছে মহার্ঘ্য। নামে পাতি হলেও বর্তমানে মোটেও পাতি নয় সে। খুচরো বাজারে ৮ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে এক একটি পাতিলেবু। জোড়া নিলে ১৫ টাকা। ফলে গ্রীষ্মের দুপুরে ডালের সঙ্গে এক টুকরো লেবু আর মিলছে না৷ তার পরিবর্তে গরমে অনেকেরই ভরসা এখন কাঁচা আম৷
লেবুর শরবত কিম্বা মেদ ঝরাতে সকালে খালি পেটে লেবুর জল পান করা এখন দুসাধ্য হয়ে উঠেছে আমজনতার কাছে।প্রশ্ন উঠেছে কেন হঠাৎ করে এতটা দাম বাড়ল পাতিলেবু কিম্বা গন্ধরাজ লেবুর ?  কারণ হিসেবে দোকানদাররা জানাচ্ছেন , লোকাল লেবুর আমদানি  নেই৷ মাদ্রাজি লেবুই বাজারের কিছুটা চাহিদা নিয়ন্ত্রন করছে। তার উপর জ্বালানীর এত দাম বেড়ে পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় তার প্রভাবও পড়েছে  লেবুর দামে।
advertisement
advertisement
এই সমস্যা শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলার বাজারেই নয়, রাজ্যজুড়ে একই অবস্থা। পাতিলেবু কিনতে গিয়ে দামের সেঁকায় হাত পুড়ছে আম জনতার।বিক্রেতারাও ভালো নেই৷ বাজারে দোকানে লেবু সাজানো হলেও দামের ঠেলায় দোকানমুখো হচ্ছেন না অনেকেই। ফলে লেবু বেচে সংসার চালানোও বড় দায় হয়ে পড়েছে লেবু বিক্রেতাদের।
advertisement
দামের সঙ্গে পেরে না ওঠায় অনেকেই পাতিলেবুর পরিবর্তে ব্যবহার করছেন কাঁচা আম। লেবুর বদলে তারা কাঁচা আমের শরবতেই গরমে তৃপ্তি খুঁজতে শুরু করেছেন।তাছাড়া কাঁচা আমের রসে পটাশিয়াম থাকায় প্রচণ্ড গরমে তা শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। পাশাপাশি কাঁচা আমে রয়েছে স্বাস্থ্যকর আরও নানা গুণ।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lemon Price Hike: পাতিলেবুর চড়া দামে ছ্যাঁকা, এঁদের মতো আপনিও বেছে নিন কাঁচা আম
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement