টুনি এখন অতীত, ডিজিটাল যুগে বাজার দখল ডিজিটাল লেজার লাইটের

Last Updated:

লেজার লাইটের চাহিদা এখন তুঙ্গে

+
ডিজিটাল

ডিজিটাল লেজার লাইট 

#পশ্চিম মেদিনীপুর: ডিজিটাল যুগের রমরমাতে হারিয়ে গিয়েছে মাটির প্রদীপ, আর তেমন চল নেই বাজারে। সে জায়গা দখল করেছিল টুনি বাল্ব। এবার টুনি বাল্বের-ও দিন গেল বলে! আপাতত কালীপুজো-দিওয়ালির  বাজারে চাহিদার তুঙ্গে লেজার লাইট। যেখানে একটা বাড়ি সাজাতে প্রচুর পরিমাণ টুনি লাগে, সেখানে দুটো লেজার বা একটা লেজার লাইট-এই  পুরো বাড়ি আলোকিত হয়ে ওঠে। ফলে টুনি বাল্বের পরিবর্তে লেজার লাইটের প্রতি ঝোঁক বাড়ছে।
আর ক'টা দিন বাদেই কালীপুজো। ঘর-বাড়ি সাজাতে বাজারে ঢল নেমেছে লেজার লাইটের বিভিন্ন ভ্যারাইটির। কোনওটা ক্রমাগত ঘুরে ঘুরে আলো ছড়িয়ে দিচ্ছে, কোনওটা আবার এক জায়গায় থেমে থেকেই চারদিক আলোকিত করছে। বিভিন্ন ধরনের চিত্র, বিভিন্ন ধরনের আঁকিবুকি এবং বিভিন্ন ধরনের সাউন্ড-এর লেজার লাইট এখন নজর কাড়ছে। জঙ্গলমহল, মেদিনীপুরের ভিন্ন ভিন্ন দোকানে এই আলো কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা।
advertisement
লেজার লাইট বিক্রেতা রাকেশ ও সর্পরাজ বলেন, একসময় মানুষ মাটির প্রদীপ দিয়ে ঘর সাজাতেন। এরপর উঠে আসে ইলেকট্রিক টুনি বাল্ব। গত বছরও টুনি বাল্বের দাপট ছিল। কিন্তু এই বছর লেজার লাইটের চাহিদা বেশি।
advertisement
Partha Mukherjee 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টুনি এখন অতীত, ডিজিটাল যুগে বাজার দখল ডিজিটাল লেজার লাইটের
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement