Sagardighi Laxmir Bhandar: সাগরদিঘিতে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! কারণ কী? বিস্ফোরক অধীর চৌধুরী
- Published by:Suman Biswas
- local18
- Written by:Pranab kumar Banerjee
Last Updated:
Sagardighi Laxmir Bhandar: এপ্রিলের শুরু থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে দুয়ারে সরকারি শিবির৷ পঞ্চায়েত নির্বাচনের আগে এই সরকারি কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রের খবর৷
সাগরদিঘি: সাগরদিঘি বিধানসভা এলাকাতে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। তার জেরেই বৃহস্পতিবার সকাল থেকে সাগরদিঘিতে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় দলনেতা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সাগরদিঘি বিধানসভা উপ নির্বাচনে কংগ্রেসের বিধায়ক হন বাইরন বিশ্বাস। আর তার জেরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা গত দুই মাস ধরে পাচ্ছেন না এলাকার মহিলারা। এমনই অভিযোগ তুলেছেন অধীর চৌধুরী। রাজ্য সরকারি টাকা কেন মহিলারা পাচ্ছেন না, তারই প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছেন অধীর চৌধুরী।
প্রসঙ্গত, এপ্রিলের শুরু থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে দুয়ারে সরকারি শিবির৷ পঞ্চায়েত নির্বাচনের আগে এই সরকারি কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রের খবর৷ এবারে দুয়ারে সরকার শিবিরে মোট ৩৩ টি প্রকল্প রাখা হয়েছে। তার মধ্যেই এখনও পর্যন্ত ছয়টি প্রকল্পে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার এখনও পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
advertisement
advertisement
এখনও পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে "বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এই প্রকল্পে।" মোট চার লক্ষ ১২ হাজার ৬৬১ টি আবেদন জমা পড়েছে এই প্রকল্পে। পাশাপাশি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ২ লক্ষ ৩৬ হাজার ৪৭৮ টি আবেদন জমা পড়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে ১ লক্ষ ৮১ হাজার ২৩১ টি আবেদন এখনও পর্যন্ত জমা পড়েছে।
advertisement
কন্যাশ্রী প্রকল্পে ৮৩ হাজার ৯১৯ টি, কৃষক বন্ধু প্রকল্পের ৬৬ হাজার ১৯৪ টি ও খাদ্য সাথী প্রকল্পে ৫৫ হাজার ২৭৯ টি আবেদন জমা পড়েছে। নবান্নের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এই ছটি প্রকল্পে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে। এখনও পর্যন্ত ৬৩ হাজার ৪৩১ টি ক্যাম্প করা হয়েছে দুয়ারে সরকার শিবিরের। মোট আবেদন ৫ এপ্রিল পর্যন্ত জমা পড়েছে ১৩ লক্ষ ৮৭ হাজার ২৩৮টি। জমা পড়া আবেদনের মধ্যে ৬৫ শতাংশ আবেদনের নিষ্পত্তি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। মোট ৯ লক্ষ ২ হাজার ৬৩ টি আবেদনের নিষ্পত্তি ইতিমধ্যে করা হয়ে গেছে বলেই জানানো হয়েছে নবান্নের তরফে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2023 1:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sagardighi Laxmir Bhandar: সাগরদিঘিতে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! কারণ কী? বিস্ফোরক অধীর চৌধুরী