Scam: বাম আমলে বিরাট বেআইনি নিয়োগ? নাম ধরে 'প্রমাণ' সামনে আনলেন জ্যোতিপ্রিয়, সৌগতরা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Scam: বুধবারের ওই তালিকায় নাম রয়েছে সিপিআইএম বারাসাতের প্রথম সারির বেশ কয়েকজন নেতার।
বারাসাত: বাম আমলে বেআইনি নিয়োগের আরও তথ্য প্রমাণ সামনে আনল তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূলের প্রতিবাদ সভা থেকে ৭১ জনের একটি তালিকা প্রকাশ করেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দমদম, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক তাপস রায় ও দমদমের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। এদিন সভামঞ্চ থেকে তালিকার নামগুলি পড়ে শোনান তাপস রায়।
এই তালিকা প্রকাশের পর স্বভাবতই চাকরি দুর্নীতি নিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গেল সিপিআইএম। বুধবারের ওই তালিকায় নাম রয়েছে সিপিআইএম বারাসাতের প্রথম সারির বেশ কয়েকজন নেতার। নাম প্রকাশ করে তাপস রায় বলেন, ''চাকরি দুর্নীতি নিয়ে সিপিআইএম সবথেকে বেশি সরব হয়েছে। চাকরি দেওয়ার নাম করে যারা টাকা নিয়েছে আমরা সেটা সমর্থন করি না। কিন্তু সিপিআইএম যে চিরকুট দুর্নীতি করেছে এটাই তার প্রমাণ।''
advertisement
advertisement
বনমন্ত্রী বলেন, ''চোরের মায়ের বড় গলা। এটা বারাসাত পুরসভার মাত্র ৭টি ওয়ার্ডের তালিকা। আরও তালিকা প্রকাশ্যে আনা হবে। সেই তালিকাও তৈরি হচ্ছে। আমরা সব প্রকাশ্য আনব। এই তালিকায় যেমন শিক্ষক আছে, তেমনই বিডিও অফিস, সমবায় ব্যাঙ্ক সহ বিভিন্ন দফতরে চাকরি দেওয়া হয়েছে। অনেকে চাকরি করছে, অনেকে অবসর নিয়েছেন। মনে রাখবেন, আমরা এই সব তালিকা নিয়ে আইনের দ্বারস্থ হলে তাঁদের বেতন, পেনশন বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, সব টাকা ফেরত দিতে হবে।''
advertisement
নিয়োগ দুর্নীতি নিয়ে এখন রাজ্য-রাজনীতি উত্তাল। চলছে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা। বিরোধীদের আক্রমণে কোণঠাসা শাসক দল। তার থেকে বের হাওয়ার উপায় হিসেবে এখন তারা পূর্বতন সরকারের বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করেছে। অভিযোগ উঠেছে, বাম নেতা সুজন চক্রবর্তীর পরিবারের লোকজন দুর্নীতি করে চাকরি পেয়েছে।
advertisement
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সম্প্রতি জানিয়েছেন, ঘটনার অভিযোগ যদি মিথ্যা হয় তাহলে এমন রটনার নিন্দা করা হবে। তার দাবি, সিপিএমের সূত্র থেকেই এই তালিকা পাওয়া গিয়েছে। তবে তালিকা সন্দেহজনক তো বটেই। কারণ বাম আমলে বেকারের সংখ্যা নিহাত কম ছিল না। সেই সময় দাঁড়িয়ে একটি পরিবার থেকে এতজন চাকরি পাওয়া নেহাত কাকতালীয় নয়। ওই তালিকা অনুযায়ী, সুজন চক্রবর্তীর স্ত্রী, শ্যালিকা সহ পরিবারের মোট ১৩ জনের চাকরির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের পর এবার নতুন অভিযোগ সামনে আনলেন জ্যোতিপ্রিয় মল্লিকরা।
advertisement
----জিয়াউল আলম
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2023 12:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Scam: বাম আমলে বিরাট বেআইনি নিয়োগ? নাম ধরে 'প্রমাণ' সামনে আনলেন জ্যোতিপ্রিয়, সৌগতরা