Fire: চল্লিশ মিনিটের প্রাণঘাতী আগুন, পুড়ে ছাই বাবা-ছেলে! সাতসকালে হাড়হিম ঘটনা কলকাতায়
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Fire: ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় তাঁদের। বেশ কিছুক্ষণ পর দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মৃত্যু হয়েছে দুজনেরই।
কলকাতা: বাড়িতে আগুন লেগে দুজনের মৃত্যু কলকাতায়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তপসিয়ায়। বৃহস্পতিবার সকালে জুতো রং করার কারখানায় আগুন লাগে। আর তার ফলেই বাবা,ছেলের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের নাম মোহাম্মদ জসিম (৪৪) এবং মহম্মদ আমির (২২) বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ছয়টা নাগাদ আগুন লাগে। অভিযোগ, খবর দেওয়া হলেও দমকল অনেক দেরি করে এসেছে। স্থানীয় বাসিন্দারাই আগুন নিভিয়েছে। ওই পরিবারের আরও এক সদস্য গুরুতর আহত, তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
80/6 তপসিয়া রোড এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। সেই সময় বাড়ির একটি দোকানের ভিতরে ছিল মোহাম্মদ জসিম ও মহম্মদ আমির। আগুন লাগার ফলে তাঁরা ওই দোকান থেকে আর বেরিয়ে আসতে পারেননি। ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় তাঁদের। বেশ কিছুক্ষণ পর দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মৃত্যু হয়েছে দুজনেরই। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
advertisement
মাস কয়েক আগে বিরাটিতেও ঘটেছিল একই ধরনের ঘটনা। ভোররাতে ঘুমের মধ্যেই শিয়রে এসে দাঁড়াবে মৃত্যু তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেনি বিরাটির ওই পরিবার। ভোরে বাড়িতে আগুন লেগে ঘুমের মধ্যেই জীবন্ত পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছিল ব্যাঙ্ককর্মী ও তাঁর বৃদ্ধ বাবার। গুরুতর জখম হয়েছিলেন পরিবারের আরও এক সদস্য। আগুন নেভানোর কাজে হাত লাগান বাসিন্দারাই। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলেও। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিমতা থানার পুলিশও।
advertisement
আরও পড়ুন: 'তৈরি হচ্ছে লাখ-লাখ সুদীপ্ত গুপ্ত', বিরাট কর্মসূচি SFI-এর! CPIM-র দুশ্চিন্তা কমাচ্ছে ক্যাম্পাস
স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোররাতে বিকট শব্দ শুনতে পান তারা। তড়িঘড়ি বাইরে বেরিয়ে দেখেন পাশের বন্দ্যোপাধ্যায় বাড়িতে আগুন জ্বলছে। ব্যাঙ্ককর্মী বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গোটা একতলা দাউ দাউ করে আগুন জ্বলছিল বলে জানান। ধোঁয়া ছড়িয়ে পড়েছে গোটা পাড়ায়। ধোঁয়া দেখেই বাইরে এসে বাড়িটির একতলায় আগুন দেখতে পান বাসিন্দারা। সেখানেই মৃত্যু হয়েছিল দুজনের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2023 9:20 AM IST