Laxmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে ২ হাজার টাকা! কবে থেকে? ঘোষণা ঘিরে তুলকালাম, তুঙ্গে শোরগোল

Last Updated:

Laxmir Bhandar: মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্লক ও অঞ্চল ভিত্তিক তৃণমূলের বিজয়া সম্মিলনী সহ প্রবীণ কর্মীদের সম্বর্ধনা অনুষ্ঠান সংগঠিত হচ্ছে।

বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা?
বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা?
পঙ্কজ দাশ রথী,পটাশপুর: রাজ্য সরকারের তিনি কোনও আমলা বা মন্ত্রী নন, দলের বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে ২০২৬ সালের বিধানসভায় লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দু’হাজার টাকা করার ঘোষণা করে বিতর্ক তৃণমূলের প্রধান। এরপরই বর্তমান রাজ্য সরকারকে ভাতা ও অনুদানের সরকার বলে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্লক ও অঞ্চল ভিত্তিক তৃণমূলের বিজয়া সম্মিলনী সহ প্রবীণ কর্মীদের সম্বর্ধনা অনুষ্ঠান সংগঠিত হচ্ছে। পটাশপুরে সাউৎখণ্ড অঞ্চল তৃণমূলের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান হয়। পঞ্চায়েত অফিস সংলগ্ন বিজয়া সম্মিলনীর মঞ্চে দাঁড়িয়ে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার টাকা বেড়ে দু’হাজার টাকা হবে বলে ঘোষণা করলেন।
advertisement
advertisement
রাজ্য সরকারের বদলে তৃণমূলের প্রধান লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির ঘোষণা করে বিতর্কে জড়ালেন। তৃণমূলের প্রধান বিজনবন্ধু বাগ বলেন, ”আরজি কর কাণ্ডে আমরাও সুবিচার চাইছি। আমাদের নেত্রী মানুষের এই আন্দোলনকে সম্মান করেছেন। মহিলাদের সামনে রেখে কিছু রাজনৈতিক দল আমাদের দলের বিরুদ্ধে কুৎসা করছেন। ছাব্বিশের বিধানসভায় লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা বেড়ে দুহাজার টাকা হবে।”
advertisement
প্রধানের এই বিতর্কিত মন্তব্যের সময় মঞ্চে ছিলেন কাঁথি সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি পীযূষ পন্ডা, জেলা সভাধিপতি উত্তম বারিক সহ অনান্য নেতৃত্বরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Laxmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে ২ হাজার টাকা! কবে থেকে? ঘোষণা ঘিরে তুলকালাম, তুঙ্গে শোরগোল
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement