Lawyer Accused: সরকারী আইনজীবীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, মহিলার অভিযোগে হইচই
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Lawyer Accused: স্বামী জেলে। আইনি সাহায্য দেওয়ার নাম করে সরকারী আইনজীবী মহিলার সঙ্গে যা করলেন...!
#চুঁচুড়া: মাদক মামলায় অভিযুক্ত স্বামী। আইনি সাহায্য দেওয়ার নাম করে স্ত্রীকে অশালীন মেসেজ, কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ সরকারি আইনজীবীর বিরুদ্ধে। চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করলেন সেই মহিলা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
চুঁচুড়ার সুকান্তনগরের বাসিন্দা প্রীতম ঘোষকে ২০২০ সালে মাদক মামলায় গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ। বর্তমানে প্রীতম হুগলি সংশোধনাগারে বন্দি। মামলা লড়তে ব্যক্তিগত আইনজীবী বহাল করার সামর্থ না থাকায় আইনি সাহায্যের জন্য লিগাল এডে আবেদন জানান তাঁর স্ত্রী।
১২ মে চুঁচুড়া আদালতের সরকারি আইনজীবী অলোকেশ পান্ডে যুবকের স্ত্রীকে আদালতের জিপি (গভমেন্ট প্রিডার) রুমে ডাকেন। ঘটনার কেস স্টাডির জন্য। সেদিন তিনি ওই মহিলার ফোন নম্বর নেন।
advertisement
advertisement
আরও পড়ুন- Bardhaman News: মৃতার সম্পত্তি হাতাতে গিয়ে ধরা পড়ল মা-মেয়ে! বিরল ঘটনা বাংলায়
এর পরই ওই মহিলা অভিযোগ করেন, তাঁকে হোয়াটসঅ্যাপে ওই সরকারী আইনজীবী অশালীন মেসেজ করতে থাকেন গভীর রাত পর্যন্ত। মহিলার দাবী, তিনি লেখাপড়া জানেন না। তাঁর বোন হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে দিদিকে জানান।
এর পরই আইনজীবীর নম্বর ব্লক করে দেন ওই মহিলা। চুঁচুড়া থানায় ৯ জুন অভিযোগ দায়ের করেন তিনি। আজ অভিযোগকারীকে গোপন জবানবন্দি দেওয়াতে চুঁচুড়া আদালত হাজির করে পুলিশ।
advertisement
আরও পড়ুুন- Bardhaman News: কার্জনগেটের ঐতিহাসিক তোরণের সামনে বসছে রাজারানির মূর্তি, বর্ধমানে সাজ
জেলা জজের অনুমতি নিয়ে আদালতে জিপি রুমেও তদন্তে যান পুলিশ আধিকারীকরা। ঘটনায় চুঁচুড়া আদালতের পিপি শঙ্কর গাঙ্গুলী বলেন, ''খুবই নিন্দনীয় ঘটনা। যা অভিযোগ তাতে সরকারি আইনজীবীদের সুনাম নষ্ট হয়েছে। মহিলা অভিযোগ নিয়ে আমার কাছে এসে কান্নাকাটি করেছিলেন। আমি বলেছিলাম পুলিশে অভিযোগ জানাতে। আদালত এর বিচার করবে। যদি সরকারি প্যানেলভু্ক্ত আইনজীবী দোষী হয়, আইনে যা হওয়ার তা তো হবেই। আমরাও ব্যবস্থা নেব।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 03, 2022 7:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lawyer Accused: সরকারী আইনজীবীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, মহিলার অভিযোগে হইচই