তারামায়ের আবির্ভাব তিথিতে মন্দিরে বিপুল ভিড় পুন্যার্থীদের

Last Updated:

তারামায়ের আবির্ভাব তিথিতে তারাপীঠে দিনভর শক্তির আরাধনা। সকাল থেকেই চলছে পুজো ।

#তারাপীঠ: তারামায়ের আবির্ভাব তিথিতে তারাপীঠে দিনভর শক্তির আরাধনা। সকাল থেকেই চলছে পুজো । সিদ্ধপীঠের হেঁশেলে তৈরি হচ্ছে হরেক ভোগ। বিশেষ পুজো দেখতে মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন পুন্যার্থীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে প্রশাসনের।
কোজাগরী লক্ষী পুজোর আগে শুক্লা চতুর্দশী তিথিতেই আবির্ভূত হন মা তারা। সোমবার সিদ্ধপীঠ তারাপীঠে মাহাধুমধামে পালিত হচ্ছে মায়ের আবির্ভাব দিবস।
কথিত আছে পাল রাজাদের আমলে এই চতুর্দশী তিথিতে স্বপ্নাদেশ পান জয়দত্ত সদাগর। তারাপীঠ শ্মশানের শ্বেতশিমূলগাছের তলায় পঞ্চমুণ্ডির আসনের নিচে থেকে মা তারার শিলা মূর্তি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। সেই শুরু শক্তির আরাধনা। তখন থেকেই এই দিনটি মা তারার আবির্ভাব তিথি হিসাবে পালিত হয়ে আসছে।
advertisement
advertisement
ভোরে গঙ্গাজলে স্নান করিয়ে তারপর রাজবেশ। মঙ্গলারতি শেষে মাকে গর্ভগৃহ থেকে আনা হয় বিশ্রাম মন্দিরে। সিদ্ধপীঠে বছরভর উত্তরমুখে বসিয়ে মা তারার পুজো করা হয়। কিন্তু আবির্ভাব তিথির পুজো ব্যতিক্রমী। পশ্চিম দিকে মা তারার ছোটবোন মলুটির মা মৌলিক্ষা মন্দিরের দিকে মুখ করেই শুরু হয় পুজো। এদিন দুপুরে অন্নভোগ নয় চিঁড়ে, ফল দিয়ে ভোগ দেওয়া হয় মা তারাকে। পুজো উপলক্ষ্যে দিনভর উপবাসে থাকেন ভক্তরা। সন্ধ্যেয় মঙ্গলারতির পর খিচুরি ও পাঁচ রকম ভাজা দিয়ে ভোগ নিবেদন করা হয়। সেই প্রসাদ খেয়েই উপবাস ভাঙেন ভক্তরা। রাতে তারামাকে গর্ভগৃহে এনে স্নান করিয়ে আরতির পর বন্ধ হয় মন্দিরের দরজা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তারামায়ের আবির্ভাব তিথিতে মন্দিরে বিপুল ভিড় পুন্যার্থীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement