ছোট্ট দোকান, ভিতরে জামতারা গ্যাং-এর আঁতুরঘর! ভয়ঙ্কর কারবারের হদিশ পেল পুলিশ
Last Updated:
Jamtara Gang: সামান্য সিম বিক্রির দোকান। সেখানে এমন কারবার! মুর্শিদাবাদে যা ঘটল শুনে চমকে যাবেন।
মুর্শিদাবাদ: জামতারা গ্যাং-এর ছায়া কি এবার তা হলে মুর্শিদাবাদে! জামতারা গ্যাং-এর আদলে বিপুল পরিমাণ সিম ও মোবাইল সহ কিউআর স্ক্যানার উদ্ধার হল মুর্শিদাবাদ জেলার বেলডাঙায়।
এবার এই জালিয়াতির প্রত্যক্ষ নজির মিলল খোদ মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে। অন্যের মোবাইলের সিম ব্যবহার করে অনলাইনে টাকা জালিয়াতির অভিযোগে বেলডাঙা থানার পুলিশের জালে ধরা পড়ল ৩ জন। এ যেন সিনেমার ঘটনা।
আরও পড়ুন- অনলাইনে আইফোন কিনতে গিয়ে ভয়ানক কাণ্ড! মোবাইলের বদলে একী পেলেন গ্রাহক!
মুর্শিদাবাদ জেলার বেলডাঙার মির্জাপুর। বাইরে থেকে দেখতে একটি ছোট মোবাইলের দোকান। যেখানে বিক্রি হয় সিমকার্ড, করা হয় মোবাইল রির্চাজ আরও নানা কিছু। কিন্তু ভিতরে চলে সিম জালিয়াতির ঘটনা>
advertisement
advertisement
বিভিন্ন মানুষকে ফোন করে, বোকা বানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার স্ক্যাম উঠে এল। জানা যায়, সোমবার রাতে বেলডাঙার মীর্জাপুরের এরকমই একটি মোবাইলের দোকানে গোপনে অভিযান চালায় বেলডাঙ্গা থানার পুলিশ।
সেখান থেকে উদ্ধার হয় ২৫০০ এরও বেশি জাল সিম কার্ড, ২৪টি মোবাইল, ২৫টি এটিএম কার্ড, ও অনেক কিউআর কোর্ড এবং বায়োমেট্রিক স্ক্যানার।
advertisement
মঙ্গলবার সকালে ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কোর্টে পাঠায় পুলিশ।
বেলডাঙ্গার এসডিপিও সন্দীপ গড়াই জানান, গোপন সূত্রে খবর পেয়ে এই ঘটনায় গ্রেপ্তার করা হয় তিনজনকে। সঙ্গে উদ্ধার করা হয়েছে ২৫০০ বেশি সিমকার্ড, বেশ কিছু মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী।
আরও পড়ুন- ফুটবল জাগলিং! সংসারের হাল ফেরাতে মন্দিরার লড়াই জানলে চোখে জল আসবে
যদিও পুলিশের দাবি, ধৃতরা বিভিন্ন অনলাইন গেমিং সাইট ও শপিং সাইটে ফেক অ্যাকাউন্ট তৈরি করে তার মাধ্যমে জালিয়াতি করত এই তিনজন। সিমকার্ড ব্যবহার করে প্রতারণা করত তারা।
advertisement
জালিয়াতির এই ঘটনায় আরও কে কে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে, কী কারণে তারা এই বিপুল পরিমাণ সিম কার্ড ব্যবহার করত তারও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে ।
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2023 8:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছোট্ট দোকান, ভিতরে জামতারা গ্যাং-এর আঁতুরঘর! ভয়ঙ্কর কারবারের হদিশ পেল পুলিশ