ভোর তিনটের সময় পৌঁছন আনাজ বেচতে, ১০২ বছর বয়সেও তাঁর ভাণ্ডার নিয়ে অমলিন লক্ষ্মীবালা

Last Updated:

Inspirational Story: ১০২ বছর বয়সেও তিনি কর্মরতা এবং উপার্জনক্ষম৷ প্রতি সোমবার এবং শুক্রবার কোলাঘাটের নিউ বাজারে তিনি সব্জি বিক্রি করেন

পাঁচ কন্যা এবং এক ছেলের মায়ের জীবন মসৃণযাত্রা ছিল না
পাঁচ কন্যা এবং এক ছেলের মায়ের জীবন মসৃণযাত্রা ছিল না
কোলাঘাট : কোলাঘাটের লক্ষ্মীবালা দেবীর বয়স শুধু সংখ্যা মাত্র৷ ১০২ বছর বয়সেও তিনি কর্মরতা এবং উপার্জনক্ষম৷ প্রতি সোমবার এবং শুক্রবার কোলাঘাটের নিউ বাজারে তিনি সব্জি বিক্রি করেন৷ লক্ষ্মীবালা দেবীর জন্ম ১৯২০ সালে, কোলাঘাটের বাগডিহা গ্রামে৷ ভারত ছাড়ো আন্দলনেও শরিক হয়েছিলেন তিনি৷ বিয়ে হয়ে গিয়েছিল মাত্র ১৩ বছর বয়সে৷ কিন্তু বিয়ের পরও কারওর নির্ভরশীল হতে চাননি৷
এর পর থাকতে শুরু করেন যোগিবেড় গ্রামে৷ সে সময়েই ঠিক করেন সংসারের হাল ধরতে স্বামীর পাশে দাঁড়াবেন৷ তাঁর ইচ্ছায় বাধা হয়ে দাঁড়াননি তাঁরক স্বামী৷ তবে তার পরও পাঁচ কন্যা এবং এক ছেলের মায়ের জীবন মসৃণযাত্রা ছিল না৷
আরও পড়ুন :  কনকনে শীতে গৃহহীন পথবাসী মহিলাকে নিষ্ঠুর ব্যক্তি তাড়ালেন হোসপাইপের জলের তোড়ে ভিজিয়ে! সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা
অল্প বয়স থেকেই তিনি বাজারে সব্জি ফিরি করতে বসেন৷ তার মধ্যেই সংসারে বিপর্যয়৷ ছেলের বয়স যখন মাত্র সাত বছর, তিনি স্বামীকে হারান৷ লড়াই আরও মজবুত হয় এর পর ৷ আজ, তাঁর ছেলের গৌরের চায়ের দোকান আছে কোলাঘাট বাজারে৷ প্রতি সপ্তাহের নির্ধারিত দুই দিনে তিনি ভোর তিনটের সময় বাজারে পৌঁছন ছেলের সাইকেলে৷ তার পর স্থানীয় চাষিদের কাছ থেকে আনাজপাতি ও দানাশস্য কিনে শুরু হয় তাঁর দোকান৷ চলে দুপুর পর্যন্ত৷
advertisement
advertisement
বয়সের ভারে কমেছে দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি৷ কিন্তু তাঁর জীবম সংগ্রাম থেমে যায়নি৷ শতবর্ষীয়া এই বৃদ্ধা আজ অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস৷ তিনি পরবর্তী প্রজন্মের কাছে বোঝা হয়ে থাকতে চান না৷ বরং হতে চান আলোর ঠিকানা৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভোর তিনটের সময় পৌঁছন আনাজ বেচতে, ১০২ বছর বয়সেও তাঁর ভাণ্ডার নিয়ে অমলিন লক্ষ্মীবালা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement