Lakshmi Puja Carnival: সুন্দরবনের লক্ষ্মীপুজো কার্নিভাল, জাঁকজমকে কলকাতার দুর্গাপুজো কার্নিভালকে টেক্কা! বাড়ি বসেই দেখুন চোখধাঁধানো শোভাযাত্রা
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Lakshmi Puja Carnival: ২০১৫ সাল থেকে এই কার্নিভাল চালু হয়েছিল। এদিন ব্যান্ড পার্টি, ঢাকের বাদ্য, আলোকসজ্জা সহযোগে একের পর এক প্রতিমা বিসর্জনের পথে এগিয়ে চলে।
সুন্দরবন, সুমন সাহাঃ বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। বিগত কয়েক বছরে দুর্গাপুজোর বিসর্জনের আগে কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় কার্নিভাল দেখা গিয়েছে। এবার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কুলতলির মইপিট কোস্টাল থানা অঞ্চলের সোমবারের বাজারে এমনই এক আয়োজন করা হল। এলাকার মানুষ এর নাম দিয়েছেন লক্ষ্মী সম্মেলন, যা কিনা বয়সে, ঐতিহ্যে, উচ্ছ্বাস ও আবেগে কলকাতার দুর্গাপুজো কার্নিভালকে কড়া টক্কর দেবে।
২০১৫ সাল থেকে এই কার্নিভাল চালু হয়েছিল। এরপর থেকে এই ঐতিহ্য বজায় রেখে চলেছেন স্থানীয়রা। এদিন প্রায় বারোটিরও বেশি পুজো কমিটি এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয়। ব্যান্ড পার্টি, ঢাকের বাদ্য, আলোকসজ্জা সহযোগে একের পর এক প্রতিমা বিসর্জনের পথে এগিয়ে চলে।
আরও পড়ুনঃ দেওর-বৌদির বিরাট কাণ্ড! হাতেনাতে ধরল পুলিশ, রাতের অন্ধকারে মুর্শিদাবাদে কী হল জানুন
পুরো এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ। ছোট থেকে বড় সকলেই এই সুসজ্জিত কার্নিভাল দেখতে ভিড় জমান। নিরাপত্তার দায়িত্বে ছিল কড়া পুলিশি নজরদারি, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন সন্ধ্যায় পর আনন্দমুখর পরিবেশে মইপিটের লক্ষ্মীপুজোর কার্নিভাল শেষ হয়। সংগঠকদের দাবি, এই কার্নিভাল এখানকার গর্ব ও ঐতিহ্য, যা প্রতিবছর আরও বড় আকারে অনুষ্ঠিত হচ্ছে এবং স্থানীয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। কারণ বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, সেই পুজোয় ছোট থেকে বড় সবাই আনন্দে মেতে ওঠেন। আমরা দুর্গাপুজোর থেকেও এই লক্ষ্মীপুজোয় আরেকটু বেশি আনন্দে মেতে উঠি। তবে পুজোর ক’টা দিনের থেকে এই শেষ দিনে আমরা সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করি। ছোট-বড় সবাই মিলিত হয়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানটা সুষ্ঠভাবে সম্পন্ন করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
October 15, 2025 2:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lakshmi Puja Carnival: সুন্দরবনের লক্ষ্মীপুজো কার্নিভাল, জাঁকজমকে কলকাতার দুর্গাপুজো কার্নিভালকে টেক্কা! বাড়ি বসেই দেখুন চোখধাঁধানো শোভাযাত্রা