দেওর-বৌদির বিরাট কাণ্ড! হাতেনাতে ধরল পুলিশ, রাতের অন্ধকারে মুর্শিদাবাদে কী হল জানুন

Last Updated:

Fake Note: পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মারিয়াম বিবি, খাবির শেখ এবং বেলাল হোসেন। সকলের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার পার বৈদ্যনাথপুর গ্রামে। মারিয়াম বিবি এবং বেলাল হোসেন সম্পর্কে দেওর বৌদি।

এক মহিলা সহ তিনজন গ্রেফতার
এক মহিলা সহ তিনজন গ্রেফতার
সামশেরগঞ্জ, মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায়, কেদারনাথ প্রামাণিকঃ জাল নোট পাচার করতে গিয়ে ধরা পড়ল দেওর বৌদি। ফের বড়সড় সাফল্য পেল সামশেরগঞ্জ থানা। এবার প্রায় ছয় লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামশেরগঞ্জ থানার পুলিশ।
মঙ্গলবার রাতে সামশেরগঞ্জের ডাকবাংলা তারাপুর সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক থেকে এক মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মারিয়াম বিবি, খাবির শেখ এবং বেলাল হোসেন। সকলের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার পার বৈদ্যনাথপুর গ্রামে। মারিয়াম বিবি এবং বেলাল হোসেন আবার সম্পর্কে দেওর বৌদি।
আরও পড়ুনঃ  দিওয়ালির আগেই ধামাকা! মেদিনীপুরে উদ্ধার হল টন টন…! বিশেষ অভিযানে সাফল্য পুলিশের
বুধবার সকালে সামশেরগঞ্জ থানা প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিত বড়ুয়া। সঙ্গে ছিলেন ফারাক্কা সাব ডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন, সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন পুলিশের পক্ষ থেকে ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে।
advertisement
advertisement
উল্লেখ্য, কয়েক দিন আগেই মহিলা সহ জাল নোট পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতারের রেশ কাটতে না কাটতেই ফের জাল নোট সহ গ্রেফতার একাধিক। এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জালনোট পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দেওর-বৌদির বিরাট কাণ্ড! হাতেনাতে ধরল পুলিশ, রাতের অন্ধকারে মুর্শিদাবাদে কী হল জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement