Birbhum News: ৩০ টাকার এক লটারির টিকিটেই বদলে গেল দিনমজুরের ভাগ্য! কী হল জানেন?
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Lottery ticket: লটারির টিকিট মেলাতে গিয়েই চক্ষু চড়কগাছ দিনমজুরের। কী হল জানেন?
বীরভূম: প্রত্যেক দিনই শোনা যায়, কেউ না কেউ নিজের এলাকায় টিকিট কেটে কোটিপতি হয়েছেন তবে অন্য জায়গায় টিকিট কেটে নিজের বাড়ি এসে কোটিপতি হওয়ার ঘটনা খুব একটা বেশি শোনা যায় না। আর এমনই এক ঘটনা ঘটল বীরভূমের মারগ্রামের শ্রীকৃষ্ণপুরের বাসিন্দা সাইদুল শেখের জীবনে।
সাইদুল শেখ পেশায় দিনমজুর। কিন্তু পরিবারের অভাব-অনটনের কারণে সংসারের চাপ সামলাতে তিনি বারাকপুরের একজন ঠিকাদারের অধীনে শ্রমিক হিসেবে রেলের কাজ করতে যান। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য ব্যারাকপুরে থেকেই উপার্জন করেন সৈয়দুল।
advertisement
তবে কাজের শেষে মাঝেমধ্যেই লটারির টিকিট কাটতেন তিনি। লটারি টিকিট কাটা যে নেশা তা ঠিক হলফ করে বলা যাবে না, তবে কখনও একটি করে লটারি টিকিট কাটতেন। কখনও ৬০০, কখনও ১২০০-এর বেশি কোনওদিনই প্রাইজ পাননি সইদুল। মঙ্গলবারেও ঠিক তেমনই কাজ শেষ হওয়ার পর ব্যারাকপুরেই কেটেছিলেন একটি টিকিট।
advertisement
তবে কাজের চাপে মঙ্গলবার সেই টিকিট তিনি মেলাতে ভুলে গিয়েছিলেন।তারপরের দিন অর্থাৎ বুধবার বীরভূমের বাড়িতে ফিরে আসেন তিনি।আর এখানে এসে টিকিটটি মেলাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর। কারণ এই টিকিটেই তিনি জিতেছেন পুরো এক কোটি টাকা। টাকা জেতার কথা জানতে পেরেই কী করবেন ভেবে না পেয়ে সোজা পৌঁছে যান মাড়গ্রাম থানায়। সেখানে গিয়ে আশ্রয় নেন তিনি।
advertisement
সাইদুল জানান, “আমি নিজের একটি পাকা বাড়ি তৈরির জন্য কাজ শুরু করেছিলাম কিন্তু অর্থাভাবের কারণে সেই বাড়ির কাজ শেষ হবে কি না চিন্তায় ছিলাম ভগবান আমার সহায় হয়েছে। এছাড়াও কিছুটা জমি কিনব আর বোনের বিয়ে দেব।” প্রতিবেশীরা জানাচ্ছেন অভাব অনটনের মধ্যে জীবন কাটত সৈয়দুলের। লটারিতে এই ১ কোটি টাকা মেলাতে অনেকটাই সুবিধা হবে পরিবারের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2024 5:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: ৩০ টাকার এক লটারির টিকিটেই বদলে গেল দিনমজুরের ভাগ্য! কী হল জানেন?