Kurmi Samaj: ফের রেল রোকো আন্দোলনের ডাক কুড়মি সমাজের! ফিরতে পারে ২০২২ এর দুর্ভোগের ছবি
- Published by:Suvam Mukherjee
- local18
Last Updated:
Kurmi Samaj: এবার ফের সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়া সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামছেন তাঁরা।
ঝাড়গ্রাম: ফের আন্দোলনে নামছে কুড়মি সমাজ। গত বছরে সেপ্টেম্বরে টানা ৫ দিন রেল রোকো আন্দোলন চালিয়েছিল কুড়মি সমাজ। তার জেরে বেশ কিছু লাইনে ব্যাহত হয়েছিল রেল পরিষেবা। এবার ফের সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়া সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামছেন তাঁরা।
সিআরআই রিপোর্ট পাঠানোর নামে দ্বিচারিতা ও টালবাহানার অভিযোগ তুলে আগামী ৫ই এপ্রিল থেকে আবার অনির্দিষ্টকালের জন্য রেল রোকো আন্দোলনে নামতে চলেছে আদিবাসী কুড়মি সমাজ। একই সঙ্গে পুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি স্টেশনে রেল অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কর্মী সমাজ। কুড়মি জাতীকে এসটি (ST) তালিকাভুক্ত করা, সারনা ধর্মকে স্বীকৃতি সহ একাধিক দাবিতে ফের রেল রোকো আন্দোলনের পথে হাঁটতে চলেছে আদিবাসী কুড়মি সমাজ।
advertisement
advertisement
আগামী ৫ এপ্রিল সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো আন্দোলনের ডাক দিয়েছে কুড়মি সমাজ। পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশন এবং খেমাশুলি এই দুই রেল স্টেশনে আন্দোলনের কথা ঘোষণা করলেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। সেইমতো পুরুলিয়া শহরের দলীয় কার্যালয়ে এই সিদ্ধান্ত নেয় কুড়মি সমাজ।
advertisement
গত বছরের সেপ্টেম্বর মাসের ২০ তারিখ থেকে টানা পাঁচদিন ধরে রেল রোকো আন্দোলনে সামিল হয়েছিল কুড়মি সমাজ। সেই সময় প্রশাসন থেকে প্রতিশ্রুতি মিললেও দাবি পূরণ না হওয়ায় ফের রেল অবরোধের রাস্তায় নামতে চলেছেন বলে দাবি অজিত প্রসাদ মাহাতোর। এদিকে এই আন্দোলনের জেরে সাধারণ মানুষের সমস্যা কথা ভেবেই এই আন্দোলন থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন তৃণমূল নেতা শান্তিরাম মাহাতো।
advertisement
ইন্দ্রজিৎ মণ্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2023 10:00 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kurmi Samaj: ফের রেল রোকো আন্দোলনের ডাক কুড়মি সমাজের! ফিরতে পারে ২০২২ এর দুর্ভোগের ছবি