হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ফের রেল রোকো আন্দোলনের ডাক কুড়মি সমাজের! ফিরতে পারে ২০২২ এর দুর্ভোগের ছবি

Kurmi Samaj: ফের রেল রোকো আন্দোলনের ডাক কুড়মি সমাজের! ফিরতে পারে ২০২২ এর দুর্ভোগের ছবি

ফের রেল রোকো আন্দোলনের ডাক কুড়মি সমাজের

ফের রেল রোকো আন্দোলনের ডাক কুড়মি সমাজের

Kurmi Samaj: এবার ফের সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়া সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামছেন তাঁরা।

  • Local18
  • Last Updated :
  • Share this:

ঝাড়গ্রাম: ফের আন্দোলনে নামছে কুড়মি সমাজ। গত বছরে সেপ্টেম্বরে টানা ৫ দিন রেল রোকো আন্দোলন চালিয়েছিল কুড়মি সমাজ। তার জেরে বেশ কিছু লাইনে ব্যাহত হয়েছিল রেল পরিষেবা। এবার ফের সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়া সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামছেন তাঁরা।

সিআরআই রিপোর্ট পাঠানোর নামে দ্বিচারিতা ও টালবাহানার অভিযোগ তুলে আগামী ৫ই এপ্রিল থেকে আবার অনির্দিষ্টকালের জন্য রেল রোকো আন্দোলনে নামতে চলেছে আদিবাসী কুড়মি সমাজ। একই সঙ্গে পুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি স্টেশনে রেল অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কর্মী সমাজ। কুড়মি জাতীকে এসটি (ST) তালিকাভুক্ত করা, সারনা ধর্মকে স্বীকৃতি সহ একাধিক দাবিতে ফের রেল রোকো আন্দোলনের পথে হাঁটতে চলেছে আদিবাসী কুড়মি সমাজ।

 

আগামী ৫ এপ্রিল সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো আন্দোলনের ডাক দিয়েছে কুড়মি সমাজ। পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশন এবং খেমাশুলি এই দুই রেল স্টেশনে আন্দোলনের কথা ঘোষণা করলেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। সেইমতো পুরুলিয়া শহরের দলীয় কার্যালয়ে এই সিদ্ধান্ত নেয় কুড়মি সমাজ।

আরও পড়ুন, আজকেও ঝড়বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে, প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

আরও পড়ুন, রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে চমক রাজ্যের, নজরে বিশেষ সাঁওতালি নৃত্যানুষ্ঠান

গত বছরের সেপ্টেম্বর মাসের ২০ তারিখ থেকে টানা পাঁচদিন ধরে রেল রোকো আন্দোলনে সামিল হয়েছিল কুড়মি সমাজ। সেই সময় প্রশাসন থেকে প্রতিশ্রুতি মিললেও দাবি পূরণ না হওয়ায় ফের রেল অবরোধের রাস্তায় নামতে চলেছেন বলে দাবি অজিত প্রসাদ মাহাতোর। এদিকে এই আন্দোলনের জেরে সাধারণ মানুষের সমস্যা কথা ভেবেই এই আন্দোলন থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন তৃণমূল নেতা শান্তিরাম মাহাতো।

ইন্দ্রজিৎ মণ্ডল

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Kurmi