Bangla Video: খেলাধুলার প্রসার ঘটাতে এই স্টেডিয়াম, দেখুন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Bangla Video: এই প্রথম নতুন স্টেডিয়াম পেতে চলেছে কুলপি ব্লক। কুলপির বিবেক ময়দানে তৈরি হচ্ছে এই স্টেডিয়াম। সেই সঙ্গে তৈরি হচ্ছে ঢোলাহাট কলেজের নতুন ভবন। যার ফলে খুশি স্থানীয়রা।
দক্ষিণ ২৪ পরগনা: এই প্রথম নতুন স্টেডিয়াম পেতে চলেছে কুলপি ব্লক। কুলপির বিবেক ময়দানে তৈরি হচ্ছে এই স্টেডিয়াম। সেই সঙ্গে তৈরি হচ্ছে ঢোলাহাট কলেজের নতুন ভবন। যার ফলে খুশি স্থানীয়রা।
কুলপির বিবেক ময়দান খেলাধূলার জন্য প্রসিদ্ধ জায়গা। এখানে সারবছর ফুটবল বা ক্রিকেটের মত টুর্নামেন্ট লেগেই থাকে। যার মধ্যে রয়েছে এমএলএ কাপের মত বড় টুর্নামেন্টও। এই সমস্ত টুর্নামেন্ট দেখতে প্রচুর মানুষজন আসতেন। তবে স্টেডিয়াম না থাকায় তাদের খুব অসুবিধা হত। সেই সমস্যাগুলি অনুধাবন করে কু্লপির বিবেক ময়দানে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের উদ্যোগে শুরু হয়েছে নতুন স্টেডিয়াম তৈরির কাজ।
advertisement
আরও পড়ুন: মেয়াদউত্তীর্ণ জিনিস বিক্রি হচ্ছে দোকানে, হাতেনাতে ধরলেন আধিকারিকরা! তারপর যা হল…
খেলাধুলার প্রসার ঘটাতে এই স্টেডিয়াম খুবই কাজে দেবে বলে জানিয়েছেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। সেই সঙ্গে ঢোলাহাট কলেজের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে।কয়েক কোটি টাকা ব্যায়ে এই দুটি কাজ শুরু হয়েছে। এবছরের শেষ দিকে এই কাজ সমাপ্ত হবে। নতুন বছরের জানুয়ারিতেই তৈরি হয়ে যাবে ঝাঁ চকচকে স্টেডিয়াম। তারপর কলেজের নতুন ভবনের কাজ শেষ হবে। ব্লকে এই কাজ শেষ হলে একটি নতুন দিগন্তের উন্মোচন হবে বলে মনে করছেন অনেকেই।
advertisement
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2024 5:18 PM IST