#কলকাতা: আগামিকাল অর্থাৎ ২৯শে এপ্রিল চতুর্থ দফা নির্বাচেন সামিল হতে চলেছে ৯ রাজ্যের ৭১টি কেন্দ্র৷ এর মধ্যে ৭টি কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গে৷ বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান-পূর্ব, বর্ধমান-পশ্চিম, দুর্গাপুর, বীরভূম-এ নির্বাচন রয়েছে৷
কৃষ্ণনগর কেন্দ্রে মোট ভোট কেন্দ্র-১৮১২
গতবারে এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে জিতেছিলেন তাপস পাল৷ প্রায় ৭১হাজার ২৫৫ভোটে জেতেন তাপস পাল৷ এই কেন্দ্র থেকে তৃণমূলের ভোট পেয়েছিল ৩৫.১৬ শতাংশ, বিজেপি-২৬.৪ শতাংশ, কংগ্রেস-৫.৯৯ শতাংশ ও বামেরা পেয়েছিল ২৯.৪৫ শতাংশ ভোট৷
অন্যদিকে রানাঘাট কেন্দ্রে মোট ভোট কেন্দ্র-১৯৭১মোট ভোটদাতার সংখ্যা- ১৭,৫৬,৪৫৫পুরুষ ভোটার- ৯,০৪,৮৪৯ জনমহিলা ভোটার- ৮,৫১,৫৪৮ জনতৃতীয় লিঙ্গের ভোটার- ৪৮ জন
রানাঘাট কেন্দ্রটিও তৃণমূলের দখলে ছিল৷ জয়ী প্রার্থী তাপস মন্ডল৷ প্রায় ২ লক্ষ ভোট মার্জিনে জেতেন তিনি৷ ভোট শতাংশের এই কেন্দ্র থেকে তৃণমূল পেয়েছিল ৪৩.৬৩ শতাংশ ভোট৷ বিজেপি পেয়েছিল ১৭.২৭ শতাংশ, বামেরা পেয়েছিল ২৮.৭২ শতাংশ এবং কংগ্রেস পেয়েছিল ৬.৮১ শতাংশ ভোট৷কেন্দ্রীয় বাহিনী 130 কোম্পানি। দুই কেন্দ্রের ৯৭ শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elections 2019, Krishnanagar S25p12, Lok Sabha elections 2019, Ranaghat S25p13