Krishnagar Murder Case: কাঁচরাপাড়ায় ঘনিষ্ঠতা, কৃষ্ণনগরে চরম পরিণতি! ভুবনেশ্বর যাত্রা বাতিল করাই কাল হল ঈশিতার?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
উচ্চমাধ্যমিক পাশ করার পর কৃষ্ণনগরে ফিরে আসে ঈশিতা৷ তার পর থেকেই ধীরে ধীরে দেশরাজের সঙ্গে যোগাযোগ কমতে থাকে তাঁর৷
সমীর রুদ্র, কৃষ্ণনগর: আজই পড়াশোনার জন্য ভুবনেশ্বর রওনা দেওয়ার কথা ছিল৷ কিন্তু বাবার পরামর্শ মতো আগামিকাল, মঙ্গলবার আইন কলেজে পড়াশোনা করার জন্য ভুবনেশ্বর রওনা দিতেন কৃষ্ণনগরের বাসিন্দা ঈশিতা মল্লিক৷ সেই সিদ্ধান্তই সম্ভবত কাল হল ১৯ বছরের ওই ছাত্রীর৷ এ দিন দুপুরে কৃষ্ণনগরের বাড়িতে ঢুকে নৃশংস ভাবে গুলি করে খুন করল তাঁরই প্রাক্তন প্রেমিক দেশরাজ সিং৷
পুলিশ সূত্রে খবর, কৃষ্ণনগরের বাসিন্দা ঈশিতা ২০২৩ সালে কাঁচড়াপাড়ার কেন্দ্রীয় বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করে৷ স্কুলে পড়াশোনার সময় কাঁচরাপাড়াতেই ঘর ভাড়া নিয়ে থাকতেই ঈশিতা৷ তখনই দেশরাজের সঙ্গে আলাপ হয় তাঁর৷ দু জনের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠতা৷ দেশরাজের পরিবার আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা৷
উচ্চমাধ্যমিক পাশ করার পর কৃষ্ণনগরে ফিরে আসে ঈশিতা৷ তার পর থেকেই ধীরে ধীরে দেশরাজের সঙ্গে যোগাযোগ কমতে থাকে তাঁর৷ কয়েকদিন আগেই ভুবনেশ্বর ল কলেজে ভর্তি হন ঈশিতা৷ আজই তাঁর ভুবনেশ্বর রওনা হওয়ার কথা ছিল৷ কিন্তু ঈশিতার বাবা তাঁকে আগামিকাল রওনা দিতে বলেন৷
advertisement
advertisement
এ দিন বেলা দুটো নাগাদ কৃষ্ণনগরের মানিকপাড়ায় ঈশিতাদের বাড়ির সামনে হাজির হয় দেশরাজ৷ এর পর সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গুলি করে ঈশিতাকে খুন করে সে৷
সেই সময় ঈশিতার ভাইকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন তাঁর মা কুসুম মল্লিক। নীচের ঘরে ছিলেন ঈশিতা দাদু। তাঁরা বাড়ি ফিরে সিঁড়ি বেয়ে দোতলার বারান্দায় পৌঁছতেই ওই যুবককে দেখতে পান। সে কেন এখানে এসেছে জিজ্ঞাসা করতেই ঈশিতার মা কে লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালায় দেশরাজ। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে ওই যুবক পালিয়ে যায়।
advertisement
পুলিশ জানতে পেরেছে, কাঁচরাপাড়ার মাঝিপাড়া পলাশি পঞ্চায়েতের অন্তর্গত ধর্মপুরের বাসিন্দা ছিল দেশরাজ। মা এবং বোনের সঙ্গে সেখানেই ভাড়া বাড়িতে থাকত সে৷ যদিও সেই বাড়িতে গিয়েও এ দিন কাউকে পায়নি পুলিশ৷ বাড়ির দরজার তালা বন্ধ ছিল৷ বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷
সহ প্রতিবেদন- রঞ্জিৎ সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 7:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnagar Murder Case: কাঁচরাপাড়ায় ঘনিষ্ঠতা, কৃষ্ণনগরে চরম পরিণতি! ভুবনেশ্বর যাত্রা বাতিল করাই কাল হল ঈশিতার?