Krishnaganj Rural Hospital: আবর্জনায় ভর্তি সরকারি হাসপাতাল, প্রতিবাদ রোগীর পরিজনদের
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Krishnaganj Rural Hospital: ব্যস্ত হাসপাতালে সব সময়ে রোগীর চাপ থাকে, অথচ গোটা চত্বর নোংরা আবর্জনায় ভর্তি থাকে। এর ফলে রোগী ও রোগীর পরিবারের সদস্যরা এই ঘটনার প্রতিবাদ জানান
নদিয়া: আবর্জনায় ভরে রয়েছে হাসপালাত চত্বর। প্রতিবাদে সরব হলেন রোগীদের পরিজনরা। নদিয়ার সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের ঘটনা। এই হাসপাতালের উপর নির্ভর করে কৃষ্ণগঞ্জ, হাঁসখালি, ভীমপুর, চাপড়ার বাসিন্দারা। এমনকি বাংলাদেশ থেকেও রোগীরা বহু সময় চিকিৎসা করাতে এখানে আসেন।
এই ব্যস্ত হাসপাতালে সব সময়ে রোগীর চাপ থাকে, অথচ গোটা চত্বর নোংরা আবর্জনায় ভর্তি থাকে। এর ফলে রোগী ও রোগীর পরিবারের সদস্যরা এই ঘটনার প্রতিবাদ জানান। ঘটনাস্থলে আসে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। তাঁরাও দেখেন বেশ কিছুদিন ধরে এই হাসপাতাল চত্বরের আবর্জনা পরিষ্কার করা হয়নি। এমনকি বিশ্রামাগারও নোংরা আবর্জনায় ভর্তি।
advertisement
advertisement
রোগীর পরিবারের দাবি, সাফাই কর্মী থাকা সত্বেও নোংরা করে রাখা হয়েছে হাসপাতাল। যার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে চারিদিকে। এই বিষয়ে কৃষ্ণগঞ্জের ব্লক মেডিকেল অফিসার অতনু মণ্ডলের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দুর্গন্ধ ছড়ানোর ঘটনা আজ সকালে জানা গিয়েছে এবং রোগীর আত্মীয়রা তার প্রতিবাদ করেছে। তবে এটি শুধুমাত্র সাফাই কর্মী না আসার কারণে। সাফাই কর্মী দেরি করে আসার কারণেই এই দুর্গন্ধ ছড়িয়েছে বলে জানিয়েছেন বিএমওএইচ অতনু মণ্ডল।
advertisement
তিনি জানান ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, পরবর্তী দিন থেকে এই হাসপাতালে সময় মত সাফাই কর্মীরা আসবেন এবং সমস্ত নোংরা পরিষ্কার করে দেবেন।
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2024 8:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnaganj Rural Hospital: আবর্জনায় ভর্তি সরকারি হাসপাতাল, প্রতিবাদ রোগীর পরিজনদের