Konnagar Boycotts Durga Puja Donations: 'উৎসব পরে হবে, আগে নারীর সম্মান...' প্রতিবাদে পুজোর অনুদান বয়কট করল কোন্নগরও

Last Updated:

Konnagar Boycotts Durga Puja Donations: কোন্নগর মাস্টারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি পল্লীবাসীদের সভা ডেকে সিদ্ধান্ত নিয়েছে, আরজি করের ঘটনার প্রতিবাদে এবার পুজো অনুদান বয়কট করবে তারা।

'উৎসব পরে হবে, আগে নারীর সম্মান...' প্রতিবাদে পুজোর অনুদান বয়কট করল কোন্নগরও
'উৎসব পরে হবে, আগে নারীর সম্মান...' প্রতিবাদে পুজোর অনুদান বয়কট করল কোন্নগরও
সোমনাথ ঘোষ, কোন্নগর: উত্তরপাড়ার তিনটি পুজোর পর এ বার কোন্নগরেও পুজোর অনুদান বয়কট! মাইক প্রচার করে চলছে ঘোষনা।
কোন্নগর মাস্টারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি পল্লীবাসীদের সভা ডেকে সিদ্ধান্ত নিয়েছে, আরজি করের ঘটনার প্রতিবাদে এবার পুজো অনুদান বয়কট করবে তারা। টোটোয় মাইক বেঁধে ফ্লেক্স ছাপিয়ে প্রচার করে অনুদান বয়কটের কথা প্রচার করে পুজো কমিটির সদস্যরা।
এর আগে উত্তরপাড়ার তিনটি পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে। সেই উত্তরপাড়া থানা এলাকারই কোন্নগর মাস্টার পাড়া এ বার পুজোর অনুদান প্রত্যাখ্যান করল।
advertisement
advertisement
পুজো কমিটির সদস্য সোমা চক্রবর্তী বলেন, “উৎসব পরে, আগে আমাদের সম্মান। আমরা নারী, আমরা বাইরে কাজ করি বা বাড়িতে থাকি আমাদের সম্মানের সঙ্গে আমাদের পরিবারের সম্মানও জড়িয়ে থাকে। সেই জায়গাটাতেই আঘাত আসছে।”
advertisement
এর পরই সোমা বলেন, “আমরা প্রথমে দোষীর শাস্তি চাই। কারণ শাস্তি না হলে এটা প্রমাণ হয়ে যায় যে, অপরাধ করেও কোনও শাস্তি হয় না। আমরা এই ঘটনাটা থেকে সরতে পারছিনা। তাই আমরা বলছি, অনুদান নয়, আগে মানুষ হিসেবে সেই মর্যাদা, সেই মূল্যটা পাই।” পল্লীবাসী সকলে এক বাক্যে জানিয়েছেন, অনুদান নয়, আগে হচ্ছে নিরাপত্তা। তার পর উৎসব। অনুদান বয়কট করা তাঁদের সেই প্রতিবাদ। পুজো কমিটির দাবি, আগে নিরাপত্তা নিশ্চিত করা হোক।
advertisement
কমিটির সদস্য কমল মুখোপাধ্যায় বলেন, “আমাদের পুজো কমিটির মিটিং হয়, সেখানে একজন মানুষও বলেনি অনুদানের পক্ষে। তাই সবাই মিলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরজি করের ঘটনার প্রতিবাদে আমরা অনুদান বয়কট করব।
সরকার যদি পরের বার অনুদান না দিতে চায় তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা অনুদানের ওপর ভরসা করে পুজো করি না। প্রায় ৩৫০ পল্লীবাসী আছেন, পুজো হয়ে যাবে। কিন্তু আগে এই ঘটনার বিচার চাই।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Konnagar Boycotts Durga Puja Donations: 'উৎসব পরে হবে, আগে নারীর সম্মান...' প্রতিবাদে পুজোর অনুদান বয়কট করল কোন্নগরও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement