মায়ের বিয়ের দিতে চেয়ে ফেসবুকে পোস্ট যুবকের, পেলেন বিপুল সাড়া, যা লিখলেন সবাই...

Last Updated:

মাকে বলার পর সমাজের কথা ভেবে মা পিছিয়ে এসেছিল কিন্তু গৌরব তাকে বোঝান৷

#কলকাতা: নিজের মায়ের বিয়ে দেওয়ার জন্য ফেসবুকে আপলোড, মুহূর্তে ভাইরাল সেই পোস্ট। এখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ফোন আসছে গৌরবের পোস্টে৷ ফেসবুক পোস্টটি অনেক মানুষ লাইকও করছেন৷ চন্দননগরের গৌরব অধিকারী ৫ বছর আগে পিতৃহারা হয়েছেন। কাজের জন্য প্রায়শই বাইরে থাকতে হয়। মা বাড়িতে একা একা থাকেন। মায়ের এই একাকীত্বই নাড়িয়ে দিয়েছিল গৌরবকে। সেখান থেকেই এই চিন্তাভাবনা।
মাকে বলার পর সমাজের কথা ভেবে মা পিছিয়ে এসেছিল কিন্তু গৌরব তাকে বোঝান৷ তার মায়েরও একটা জীবন আছে, সেখানে একাকীত্ব কাটাবার জন্যই একজন সঙ্গী বা বন্ধুর প্রয়োজন। প্রথমে গৌরবের মনেও একটু দন্ধ ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে পরিমানে লাইক এবং ভালোবাসা পেয়েছেন তাতে গৌরব মনে করছেন যে তিনি জিতে গিয়েছেন। গৌরবের মা এখন ছেলের সিদ্ধান্তের ওপরই পুরোপুরি ভরসা করছেন। কিন্তু তিনি চান যে এমন একজন সঙ্গী আসুক যে তাদের মা ও ছেলের এই সম্পর্কটা বুঝতে পারবে।
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মায়ের বিয়ের দিতে চেয়ে ফেসবুকে পোস্ট যুবকের, পেলেন বিপুল সাড়া, যা লিখলেন সবাই...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement