হোম /খবর /কলকাতা /
মা বিধবা,ফের মায়ের বিয়ে দিতে উপযুক্ত পাত্র চেয়ে ফেসবুকে আবেদন ছেলের, লিখলেন..

মা বিধবা,ফের মায়ের বিয়ে দিতে উপযুক্ত পাত্র চেয়ে ফেসবুকে আবেদন ছেলের, লিখলেন...

Representative Image

Representative Image

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: বুলবুল তাণ্ডব থামতে না থামতেই এবার ঝড় উঠল ফেসবুকে৷ সোশ্যাল মিডিয়ায় মায়ের বিয়ের জন্যে সরাসরি আবেদন করলেন পুত্র! এমন নজিরবিহীন ঘটনায় শুরু হল ব্যাপক চর্চা৷ মায়ের বিয়ে দিতে আগ্রহী খোদ ছেলে৷ তিনি লিখেছেন যে বাবার মৃত্যুর পর ভীষণভাবে একাকীত্বে ভুগছেন তার মা৷ কর্মসূত্রে পুত্রকেও বিভিন্ন সময় বাড়ির বাইরে থাকতে হয়৷ তাই মায়ের এই বিষণ্ণতা দিন দিন বাড়ছে৷ এমন একজন ভালো মানুষের প্রয়োজন যিনি তার মায়ের খেয়াল রাখতে পারবেন৷ নিজে কোনওভাবে দায়িত্ব এড়াতে চান না ছেলে৷ তবে চান মায়ের মুখে হাসি৷ তাই নিজের ইচ্ছেতেই এমন পোস্ট করেছেন পুত্র গৌরব অধিকারী৷

    আরও পড়ুনএই গ্রামে কেউ চেনেন না বিরুষ্কাকে! গ্রামবাসীদের সঙ্গে বসে চা খেয়ে জন্মদিনের সেলিব্রেশন কোহলির...

    গৌরবের বাবা মারা গিয়েছেন ২০১৪-এ৷ ৫ বছর কেটে গিয়ে তারপর৷ তার মায়ের বয়স ৪৫৷ নাম দোলা৷ মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন গৌরব৷ ঠিক যেভাবে পাত্র-পাত্রীর আবেদন করা হয়, তেমনভাবেই হয়েছে এই পোস্টটি৷ যাতে পাত্রীর কথা সবই বলা হয়েছে৷

    গৌরবের এমন পোস্ট নিঃসন্দেহ অভিনব এবং মর্মস্পর্শী৷ অনেকেই হয়ত বিধবা মা বা বিপত্নীক বাবার কষ্ট কমাতে নানা ধরণের ব্যবস্থা করে থাকেন৷ কিন্তু এভাবে মায়ের জন্য জীবনসঙ্গী খোঁজার আহ্বান খুব কম ছেলেই করেছেন৷ সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে গৌরবের এই পোস্ট এক নতুন বার্তা বহন করছে৷ তিনি নিজেও লিখেছেন যে হয়ত তাকে নিয়ে অনেকে মজা করবেন, অনেকে কুৎসা রটাবেন, তবে নিজের কাছের মানুষের জন্য এমন ভাবনা তার বদলাবে না৷ ধন্য এমন ছেলে৷ গৌরবের এই পোস্টের পর অনেকেই প্রশংসা করেছেন৷ তার পাশে দাঁড়িয়েছেন অনেকে৷দেখে নিন সেই পোস্ট---

    First published:

    Tags: Mother, Son