এই গ্রামে কেউ চেনেন না বিরুষ্কাকে! গ্রামবাসীদের সঙ্গে বসে চা খেয়ে জন্মদিনের সেলিব্রেশন কোহলির...
Last Updated:
অনুষ্কা জানিয়েছেন যে যারা বিরাটকে চেনেন তারা জানেন যে এমনভাবে মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করেন বিরাট৷
advertisement
এমন নিরিবিলিতে নিজের জন্মদিন কাটাতেই তো ভূটানে গিয়েছেন বিরাট-অনুষ্কা৷ তারকা এই জুটি৷ নিশ্চিন্তে হেঁটে বেড়ানোর অভ্যস প্রায় হারাতে চলেছেন দু’জনেই৷ দু’জনেই নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য৷ তাই তাদের ঘিরে ভিড় জমবে না এমনও কী হয়? অটোগ্রাফ ও সেলফি তোলার জন্য হাজার হাজার ভক্তের আবদার মেটাতে হয় যাদের, সেই বিরুষ্কা নিজেরাই তুললেন ভুটানের গ্রামবাসীদের সঙ্গে ছবি! Photo Courtesy: Twitter
advertisement
বাংলাদেশের সঙ্গে চলতি ক্রিকেট সফর থেকে কয়েকদিন ছুটি নিয়েছেন বিরাট৷ স্ত্রী সঙ্গে প্রতিবেশী দেশ ভূটানে বেড়াতে গিয়েছেন৷ সেখানে দু’জনে চুটিয়ে মজা করছেন৷ অনুষ্কা জানিয়েছেন যে দু’জনে পাহাড়ে ট্রেক করতে গিয়েছিলেন৷ এবং কেউ তাদের বিরক্ত করেনি৷ কারণ সেখানে তারা কেউ তাদের চেনেনই না! Photo Courtesy: Twitter
advertisement
advertisement
অনুষ্কা জানিয়েছেন যে যারা বিরাটকে চেনেন তারা জানেন যে এমনভাবে তারা মানুষের কাছাকাছি থাকতে চান তিনি৷ কোনরকম মেকি ভালবাসা চান না বিরাট৷ এই সরল গ্রামবাসীদের জন্য তারা শুধুমাত্র পর্যটক৷ এবং পর্যটকদের সঙ্গে অত্যন্ত আন্তরিক ব্যবহার করেন তারা৷ এতেই মন ছুঁয়েছে বিরাট-অনুষ্কার৷ নিঃসন্দেহে এমনভাবে জন্মদিন কাটানোর স্বপ্ন নিয়েই সস্ত্রীক ভুটান গিয়েছিলেন বিরাট৷ আপনার জন্মদিনটি খুব ভাল কাটুক, আশা রাখলাম আমরাও৷ Photo Courtesy: Twitter