জুতো সারিয়ে লাভ, সেই টাকা জমিয়ে লক্ষ্মী পুজো! তিল তিল করে গড়া দেবীর মন্দির, এখন দেখলে হাঁ হয়ে যাবেন

Last Updated:

Laxmi Puja 2025 : সুবিশাল মন্দির। ১৮৩ বছর ধরে চলছে আয়োজন। চর্মকাররা সারা বছর টাকা জমিয়ে গড়েছেন বিশাল মন্দির! এখন জাঁকজমক হারিয়ে দেবে দুর্গাপুজোর আয়োজনকে।

+
চর্মকারদের

চর্মকারদের লক্ষ্মী

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: নূতনচটি রুইদাস ষোলআনা লক্ষ্মী মন্দির। বাঁকুড়া শহরের নূতনচটিতে দেখা যাবে এই সুবিশাল লক্ষ্মী মন্দিরটি। পুজো পদার্পণ করল প্রায় ১৮৩ বছর। মূলত চর্মকার সম্প্রদায়ের মানুষরা এই পুজো করে থাকেন। এলাকায় রয়েছে জুতো এবং চটি তৈরির ইতিহাস। তবে কিভাবে শুরু হল এই লক্ষ্মী পুজো ? জানলে আপনি অবাক হবেন।
কথিত আছে, একসময় এলাকার চর্মকারদের দুর্গা পুজোয় অংশ নিতে দেওয়া হতনা। এমনকি তাঁদের হাতে করা হত না অর্থের আদান প্রদান। সেই কারণেই পুজোর ব্যস্ততা কাটিয়ে চর্মকাররা সিদ্ধান্ত নেন লক্ষ্মী পুজো করার। যে লক্ষ্মী পুজো ছাপিয়ে যাবে বড় বড় দুর্গা পুজোকেও। সেই থেকে শুরু। ১৮৩ বছর পার করে ছোট এক মূর্তি থেকে আজ তৈরি হয়েছে সুবিশাল মন্দির।
advertisement
আরও পড়ুন : এই মণ্ডপে ছোটরা গেলে নির্ঘাত নাজেহাল হবেন! চিপস দিয়ে তৈরি লক্ষ্মী প্রতিমা! এই গ্রামে ধনদেবীকে নিয়ে বিশাল উৎসব
মন্দিরের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষ নিজেদের প্রতিদিনের রোজগারের একটি অংশ তুলে রাখতেন লক্ষ্মী পুজোর জন্য। মন্দির প্রতিষ্ঠা থেকে শুরু করে সাজসজ্জা কিংবা বিরাট বিগ্রহ স্থাপন করা, নিজেদের গাঁট থেকে খরচ করেই তৈরি হয়েছে ১৮৩ বছরের ইতিহাস। পুজোর বিভিন্ন অনুষ্ঠানের পর থাকছে নরনারায়ন সেবা। ব্যস্ত রাস্তার ঠিক পাশেই জাঁকজমকপূর্ণ লক্ষ্মী পুজো প্রত্যক্ষ করবেন বাঁকুড়ার মানুষ। তবে পুজো শুরু হওয়ায় ইতিহাস যাই হোক না কেন, নূতনচটি রুইদাস ষোলআনার লক্ষ্মী পুজো উপভোগ করতে পারেন সকলে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুর্গাপুজো শেষ হলেও লক্ষ্মী পুজো পর্যন্ত বাঙালির পুজোর রেশ অব্যাহত থাকে। বাড়িতে বাড়িতে চলে দেবী লক্ষ্মীর আরাধনা। সেই ভাবে বাঁকুড়া শহরের অন্যতম বড় লক্ষ্মী পুজো হল নূতনচটি রুইদাস ষোলআনা লক্ষ্মী পুজো। একসময় যাঁরা চর্মকারদের দুর্গা পুজোয় অংশ নিতে দিতেন না, তাঁরাও বর্তমানে অংশ নেন এই লক্ষ্মী পুজোতে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জুতো সারিয়ে লাভ, সেই টাকা জমিয়ে লক্ষ্মী পুজো! তিল তিল করে গড়া দেবীর মন্দির, এখন দেখলে হাঁ হয়ে যাবেন
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement