Laxmi Puja 2025 : এই মণ্ডপে ছোটরা গেলে নির্ঘাত নাজেহাল হবেন! চিপস দিয়ে তৈরি লক্ষ্মী প্রতিমা! এই গ্রামে ধনদেবীকে নিয়ে বিশাল উৎসব

Last Updated:

Kojagari Laxmi Puja 2025 : হাওড়া জেলার বেশ কিছু অঞ্চল লক্ষ্মী পুজোর জন্য বিখ্যাত। বাগনানের জোকা গ্রামে দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজোই মূল উত্‍সব। থিমের টেক্কা দেখে অবাক হয়ে যাবেন।

+
জোকা

জোকা গ্রামের লক্ষ্মীপুজো

হাওড়া, রাকেশ মাইতি: শেষ হয়েছে দুর্গা পুজো। আপামর বাঙালির মন ভার করে আবার এক বছরের জন্য দেবী দুর্গা কৈলাসে ফিরে গিয়েছেন। দুর্গা পুজো শেষ হতে না হতেই বাংলার ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে কোজাগরী লক্ষ্মীর আরাধনার তোড়জোড়। হাওড়া জেলার বেশ কিছু অঞ্চল লক্ষ্মী পুজোর জন্য বিখ্যাত। বাগনানের জোকা গ্রামে দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজোই মূল উত্‍সব। বছরভর লক্ষ্মীপুজোর দিকেই তাকিয়ে থাকেন গ্রামবাসীরা। লক্ষ্মীপুজোতেও তাই থিম। ভাবনায় থাকে অভিনবত্বের ছোঁয়া।
জোকা গ্রামে প্রায় ২৫ টি লক্ষ্মীপুজো অনুষ্ঠিত হয়। খুব বড় বাজেট না হলেও মণ্ডপে মণ্ডপে বিভিন্ন থিম। জোকা গ্রামের পাশাপাশি বাঙালপুরের একাংশ লক্ষ্মী পুজোর জোয়ারে গা ভাসিয়েছে। গ্রামের অধিকাংশ মানুষের পেশা কৃষি নির্ভর। তাই দুর্গা পুজোর চেয়েও বড় করে লক্ষ্মী পুজোর আয়োজন হয় এখানে। শহরের থিমের ছোঁয়া লেগেছে গ্রামে। জোকা নবজাগরণ ক্লাব মূলত শিশুদের রামধনু কি, তা বোঝাতেই এই থিম বেছে নিয়েছে। রামধনু মানব জীবনে সৌন্দর্য, আশা ও ঐক্যের প্রতীক হিসেবে কাজ করে।
advertisement
আরও পড়ুন : ধনদেবীর পুজো করতে গিয়ে পকেট ‘গড়ের মাঠ’! মা লক্ষ্মীর প্রিয় নারকেলে হাত দিলেই ছ্যাঁকা
শিশুদের জন্য একটি থিম হিসাবে রামধনু তাদের কল্পনাশক্তি বাড়াতে ও প্রকৃতির প্রতি তাদের আগ্রহ বাড়াতে সাহায্য করবে বলে আশাবাদী এই ক্লাবের সদস্যরা। এখানে মণ্ডপের পাশাপাশি প্রতিমাতেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। ২০ কেজি সাবু দিয়ে লক্ষ্মী প্রতিমা নির্মিত। সাবুর পাশাপাশি চাউমিন এবং চিপসও ব্যবহৃত হয়েছে প্রতিমায়। অন্যদিকে জোকা ইন্টারন্যাশনাল ক্লাব ৩২ তম বর্ষে পদার্পণ করল বাঙালপুরের অন্যতম ক্লাব যোগা ইন্টারন্যাশনাল ক্লাবের লক্ষ্মী পুজো। এইবারে তাঁদের থিম ময়ূরপঙ্খী। যা মানুষকে আকর্ষণ করবে বলে আশাবাদী এই ক্লাবের উদ্যোক্তারা। এই পুজোর বাজেট প্রায় ৯ লক্ষ টাকা।
advertisement
advertisement
আরও পড়ুন : বিকেলে গরু ঘরে ফিরল, কিন্তু মালিক আর ফিরলেন না! রাতভর খোঁজাখুঁজি শেষে নদীতে মিলল দেহ
জোকা ক্লাব সৃষ্টির পুজো এই বছর ১৪ তম বর্ষে পড়ল। শিল্পীর হাতের অভিনব কারুকার্য এই ক্লাবের পুজোয় ফুটিয়ে তোলা হয়েছে। এই ক্লাবের এই বছর বাজেট প্রায় আড়াই লক্ষ টাকা। জোকা ক্লাব সৃষ্টির মণ্ডপ প্রায় ১ মাস ধরে সজ্জিত হয়েছে। এছাড়াও প্রেমিক সংঘ, এক্সান কমিটি, শীতলামাতা পুজো কমিটির পুজো বাঙালপুরের সেরা লক্ষ্মী পুজোগুলোর মধ্যে অন্যতম। সাজসজ্জার বিষয়ে থিম পুজোর রমরমা ক্লাবগুলি একে অপরকে টেক্কা দিতে নিজেদের উজাড় করে দিতে ব্যস্ত। চমকপ্রদ মণ্ডপ তৈরি থেকে অভিনব প্রতিমা তৈরিতে, মৌলিক চিন্তাধারা ও শৈল্পিক নৈপুণ্য যুক্ত হয়েছে। সবমিলিয়ে হাওড়ার বাগনান ‘ জোকা’ গ্রামে এখন কার্যত উৎসবের আমেজ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একই সঙ্গে বাঙালপুর আরিয়ান্স ক্লাব মহিলা পরিচালিত এই পুজো এই বছর তৃতীয় বর্ষে পদার্পনে করল।
বিশ্ব উষ্ণায়ন (গ্লোবাল ওয়ার্মিং) রুখতে সবুজকে বাঁচানো দরকার। “গাছ লাগান, প্রাণ বাঁচান” স্লোগানটি বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ দিক। সেটিকে বাঙালপুর আরিয়ান্স ক্লাবের লক্ষ্মী পুজোর প্যান্ডেলে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। জোকা অ্যাকশন কমিটির এবার ৫২ তম বর্ষে পূজা মণ্ডপে ফুটে উঠেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন কাহিনী।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Laxmi Puja 2025 : এই মণ্ডপে ছোটরা গেলে নির্ঘাত নাজেহাল হবেন! চিপস দিয়ে তৈরি লক্ষ্মী প্রতিমা! এই গ্রামে ধনদেবীকে নিয়ে বিশাল উৎসব
Next Article
advertisement
West Bengal Weather Forecast: ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
  • ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে

  • দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement