• Home
  • »
  • News
  • »
  • south-bengal
  • »
  • এক ক্লিকেই গাছ চিনুন, পেয়ে যান ঐতিহ্যের বোটানিক্যাল গার্ডেনের গাছের হদিশ

এক ক্লিকেই গাছ চিনুন, পেয়ে যান ঐতিহ্যের বোটানিক্যাল গার্ডেনের গাছের হদিশ

শুধু আপনার স্মার্ট ফোন আর ইন্টারনেট যোগ থাকলেই হবে৷ তাহলেই মুঠো ফোনেই পেয়ে যাবেন সব হদিশ |

শুধু আপনার স্মার্ট ফোন আর ইন্টারনেট যোগ থাকলেই হবে৷ তাহলেই মুঠো ফোনেই পেয়ে যাবেন সব হদিশ |

শুধু আপনার স্মার্ট ফোন আর ইন্টারনেট যোগ থাকলেই হবে৷ তাহলেই মুঠো ফোনেই পেয়ে যাবেন সব হদিশ |

  • Share this:

#হাওড়া: মেহগনি গাছটা কোথায় ? কল্পতরু গাছটা দেখলে ভাল হত, কিন্তু কীভাবে যাব ? এই প্রশ্ন গুলো এতদিন ধরে করতেন হাওড়া শিবপুরের আচার্য জগদীশ চান্দ্রা বোস বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসা পর্যটক ও ছাত্রছাত্রীরা| সেই খুঁজে বেড়ানোর দিন শেষ হতে চলছে | শুধু আপনার স্মার্ট ফোন আর ইন্টারনেট যোগ থাকলেই হবে৷ তাহলেই মুঠো ফোনেই পেয়ে যাবেন সব হদিশ | বি গার্ডেন কর্তৃপক্ষ আনতে চলছে BSI Apps |

এই অ্যাপে আপনার  মোবাইলে থাকলেই যে গাছের খোঁজ করবেন সেই গাছ বাগানের কোথায় কোথায়, কত রকমের গাছ আছে তা এক ক্লিকেই জেনে যাবেন৷ শুধু তাই না, সেই গাছের কাছে কীভাবে পৌঁছবেন তার বিস্তারিত রাস্তাও আপনার আপনাকে দেখাবে এই অ্যাপে| GPS এর মাধ্যমে কোনও ব্যক্তির সাহায্য ছাড়াই পৌঁছেন যাবেন  আপনার গন্তব্য | ভারতে এই প্রথম এই ধরণের অ্যাপে আনতে চলছে বি গার্ডেন কর্তৃপক্ষ | এই অ্যাপের মাধ্যমে আপনি ভারতবর্ষের যে কোনও বোটানিক্যাল গার্ডেনে যাবেন সেই গার্ডেনের তথ্য পেয়ে যাবেন | বোটানিক্যাল গার্ডেন ছাড়াও দেশের কোথায় কোথায় কোন গাছ রয়েছে এবং গাছের বর্ণনাও পেয়ে যাবেন একটি টাচে!

গার্ডেন কর্তৃপক্ষের দাবি লকডাউন ও করোনা কালে গার্ডেন বন্ধ৷ সেক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়িতে বসেই বাগানের গাছের সম্বন্ধে খুঁটিনাটি জানতে পারবেন | গার্ডেন ছাড়াও সুন্দরবন সহ দেশের সব উদ্ভিদ জগৎকে চেনা ও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে | উদ্ভিদ বিজ্ঞান ও গাছের প্রতি মানুষের চাহিদা ও গুরুত্ব বাড়াতেই এই প্রযুক্তিগত মাধ্যম সবার কাছেই পৌঁছে দেওয়া হচ্ছে | এই অ্যাপ পেতে হলে গুগল প্লে স্টোরে BSI টাইপ করলেই মোবাইল বিনামূল্যেই চলে আসবে | সময়ের সঙ্গে সঙ্গে এই অ্যাপ আরও উন্নত করে তোলা হবে বলে জানিয়েছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ |

Published by:Pooja Basu
First published: