ToTo vs E-Rickshaw: ই-রিক্সা ভেবে টোটোয় চড়ে বিপদ ডেকে আনছেন না তো! দেখতে হুবহু একই হলেও রয়েছে বিরাট পার্থক্য
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
টোটো এবং ই-রিক্সা দেখতে একই হলেও দুইয়ের মধ্যে বড় ফারাক।
হাওড়া: টোটো নাকি ই-রিক্সা কোনটিতে চাপছেন, জানেন কি? বর্তমান সময়ে পাড়ার অলিগলি থেকে রাজ্য সড়ক ব্যাপকভাবে চলাচল এই যানের। এমনকি কোথাও আবার জাতীয় সড়কে উঠে পড়তে দেখা যাচ্ছে এই ইলেকট্রিক চালিত যান। কয়েক বছরে রকেটের গতিতে এই ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার বেড়েছে। একাংশের মানুষ অন্যান্য পেশা মন্দা হলেই সহজে উপার্জন করতে টোটো বা ই-রিক্সা চালানোর সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা সর্বাধিক। শহর থেকে গ্রাম সারা বাংলার সর্বত্র রমরমিয়ে এই যান চলাচল করছে।
এই যান ব্যবহারে পরিবেশগত দিকে সুফল তো রয়েছে। পেট্রোল ডিজেল বা গ্যাস চালিত যানবাহন থেকে দূষিত কার্বন নির্গত হয়। সেই দিক থেকে নিরাপদ এই ব্যাটারী চালিত গাড়ি। মানুষের যাতায়াতেও ভীষণ সুবিধা। বাড়ির দোরগোড়া থেকেই হাত বাড়ালেই এই ব্যাটারী চালিত গাড়ি। ভাড়াও অনেকটা কম। কিন্তু কোনটি টোটো বা কোনটি ই-রিক্সা। কোন যানে চাপলে আপনি নিরাপদ। আসলে সরকারি স্বীকৃত যান হল ই-রিক্সা। অন্যান্য যানবাহনের মত সরকারি নির্দেশিকা আওতায় রয়েছে যান। কিন্তু টোটো সম্পূর্ণ অবৈধ বলেই জানাচ্ছেন এক প্রস্তুতকারী সংস্থার কর্ণধার। ই-রিক্সা সম্পূর্ণ গাইডলাইন বা নিয়মবিধি মেনে তৈরি হলেও টোটো তৈরিতে কোনরকম গাইডলাইন মানা হচ্ছে না, ফলে যে কোনও সময় যাত্রীরা দুর্ঘটনায় পড়তে পারে। সেই দিক থেকে নিরাপদ ই-রিক্সায় চাপা।
advertisement
আরও পড়ুন: উত্তরের পাহাড় থেকে দক্ষিণে সাগর, সারা বাংলার মহিলাদের নিয়ে তৈরি ফুটবল দল হাওড়ায়
গ্রাম থেকে শহরের রাস্তা জুড়ে অবৈধ টোটোর রমরমা। সরকারি কোনরকম বৈধতা নেই এই যানে। লোহার বডি আর চাকা প্রয়োজনীয় কিছু ম্যাটেরিয়াল অ্যাসেম্বলিং করলেই তৈরি টোটো। এর মেটেরিয়াল পরীক্ষিত নাও হতে পারে। এমনকি অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন মাপের টোটো। সেই দিক থেকে সরকারি অনুমোদনে তৈরি হয় ই-রিক্সা। ই-রিক্সা তৈরির প্রতিটি মেটেরিয়াল পরীক্ষিত। ই-রিক্সার তৈরির প্রতিটি মডেল সরকারি সার্টিফাইড। যে কারণে টোটোর তুলনায় ই-রিক্সার চাপার যাত্রীরা বেশি সুরক্ষিত।
advertisement
advertisement
আরও পড়ুন: দেখতে অনেকটা…! ২২ গজে অলরাউন্ডার, কে বলবে ইনি একজন অফিসে কাজ করা বিডিও
এ প্রসঙ্গে ই-রিক্সা প্রস্তুত কারক সমীর শেখ জানান, আই ক্যাড সার্টিফিকেট, চেসিজ নম্বর এবং ই-রিক্সার নির্দিষ্ট মাপ সহ বেশ কতকগুলি সাধারণ নিয়ম টোটো এবং ই-রিক্সার মধ্যে পার্থক্য রয়েছে। হলে টোটোর তুলনায় এই ই-রিক্সার চাহিদাও বেশি বর্তমানে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 04, 2024 1:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ToTo vs E-Rickshaw: ই-রিক্সা ভেবে টোটোয় চড়ে বিপদ ডেকে আনছেন না তো! দেখতে হুবহু একই হলেও রয়েছে বিরাট পার্থক্য
