Khardaha Death Case: বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার একই পরিবারের ৪ জনের পচাগলা দেহ, রোমহর্ষক ঘটনা খড়দহে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Khardaha Death Case: একই পরিবারের স্বামী, স্ত্রী এবং দুই সন্তানের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
খড়দহ: রোমহর্ষক কাণ্ড খড়দহে। বন্ধ ফ্ল্যাট থেকে একই পরিবারের চারজনের দেহ উদ্ধার। বলরাম হাসপাতালের উল্টো দিকে করবি টাওয়ারে একটি ঘরে চারজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। দুই সন্তান ও স্বামী-স্ত্রীর দেহ পাওয়া গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘর থেকে পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে একজনকে ঝুলন্ত অবস্থায় অপর তিনজনকে মেঝেতে পড়ে থাকতে দেখে। মৃতদেহের পাশ থেকে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোটও। একই পরিবারের স্বামী, স্ত্রী এবং দুই সন্তানের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন: ১৪০ কোটি দেশবাসী বিশ্বকাপের অপেক্ষায়, ঐতিহাসিক জয় চাইছেন মোদি-মমতা
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে। প্রাথমিক অনুমান, স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে এসেছিল। তা নিয়ে তীব্র অশান্তি হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এর জেরেই এমন রক্তাক্ত ঘটনা কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। কী কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে খড়দহ থানার পুলিশ।
advertisement
advertisement
৫৪, এমএস মুখার্জি রোডের করবি টাওয়ারে ঘটে এই কাণ্ড। এই আবাসনের একটি ফ্ল্যাট থেকে রবিবার দুপুর নাগাদ পচাগলা গন্ধ পান আশেপাশের বাসিন্দারা। তাঁরাই খবর দেন খড়দহ থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের তালা ভেঙে ঢুকে চারজনের দেহ উদ্ধার করে। স্বামী, স্ত্রী ও এক ছেলে ও এক মেয়ের মৃতদেহ পাওয়া যায় ফ্ল্যাটের ভিতর। ঘরের মধ্যে তিন জায়গায় স্ত্রী ও ছেলেমেয়েদের দেহ পড়ে। আর সিলিং ফ্য়ানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্বামীর দেহ। পুলিশের অনুমান, কয়েকদিন আগেই মৃত্য়ু হয়েছে তাঁদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 19, 2023 3:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Khardaha Death Case: বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার একই পরিবারের ৪ জনের পচাগলা দেহ, রোমহর্ষক ঘটনা খড়দহে