ঘর থেকে বিশ্রী গন্ধ! দরজা খুলতেই শিউড়ে ওঠার মতো ছবি, পঞ্চমীর সকালে খড়দহে পচাগলা মৃতদেহ উদ্ধার

Last Updated:

Khardaha Dead Body Recovered: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রকাশ সেন। তাঁর বয়স আনুমানিক ৫৬ বছর। দিন তিনেক ধরে প্রকাশবাবুকে এলাকায় দেখা যাচ্ছিল না। এদিন খড়দহের ওই আবাসনের ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

খড়দহে আবাসন থেকে মৃতদেহ উদ্ধার
খড়দহে আবাসন থেকে মৃতদেহ উদ্ধার
খড়দহ, উত্তর ২৪ পরগনা, সুবীর দেঃ পুজোর আবহে মর্মান্তিক কাণ্ড। পঞ্চমীর সকালে একটি আবাসনের ঘর থেকে মাঝবয়সী এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার। খড়দহ থানার অন্তর্গত মিলনগড় এলাকায় ঘটনাটি ঘটেছে। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে হাজির হয়েছে খড়দহ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রকাশ সেন। তাঁর বয়স আনুমানিক ৫৬ বছর। দিন তিনেক ধরে প্রকাশবাবুকে এলাকায় দেখা যাচ্ছিল না বলে খবর। এদিন সকালে ঘর থেকে পচা দুর্গন্ধ পাওয়ায় প্রতিবেশীরা ও মৃতের পরিবারের লোকজন খড়দহ থানার খবর দেন।
আরও পড়ুনঃ রাজ্যে চালু হল নতুন কার্ড! বিনামূল্যে ওষুধ থেকে মিলবে বড় ছাড়, জানুন কারা পাবেন ‘এই’ সুবিধা
এরপরেই মিলনগড় এলাকার ওই আবাসনের নীচের তলার ঘর থেকে মাঝবয়সী ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
advertisement
পাড়া প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি আবাসনের মালিক ছিলেন। আবাসনের নিচের ঘরটিতে তিনি একাই থাকতেন। তাঁর স্ত্রী ও ছেলেমেয়ে তিনতলায় থাকতেন। মাঝবয়সী এই ব্যক্তিকে খুন করা হয়েছে নাকি আত্মহত্যার ঘটনা, সেটা তদন্ত করে দেখছে খড়দহ থানার পুলিশ। তদন্তে কী উঠে আসে সেটাই এখন দেখার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘর থেকে বিশ্রী গন্ধ! দরজা খুলতেই শিউড়ে ওঠার মতো ছবি, পঞ্চমীর সকালে খড়দহে পচাগলা মৃতদেহ উদ্ধার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement